Alipurduar News: সামনেই দীপবলি, ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি হচ্ছে বারবিশায়
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার কাজ শুরু হয়েছে বারবিশায়। এই এলাকার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি চলছে জোরকদমে।
আলিপুরদুয়ার: ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার কাজ শুরু হয়েছে বারবিশায়। এই এলাকার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে।বারবিশা চৌপথী সংলগ্ন ক্লাব ঘরের পাশেই স্থায়ী কাঠামোতে তৈরি করা হচ্ছে ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা।
দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বারবিশা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ১৩ দিন ব্যাপী মেলা বলে পুজো কমিটির তরফে জানা যায়।মেলার মুক্তমঞ্চে যাত্রাপালা, বাউল, কবিগান সহ বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জানা গিয়েছে, বিবেকানন্দ ক্লাবের পুজো ও মেলা এবার ৫৫তম বর্ষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ভুটান থেকেও মানুষ এই মেলাতে আসেন।
advertisement
advertisement
মেলা প্রাঙ্গণ হয়ে উঠে মিলনক্ষেত্র। বিশেষ করে কালী প্রতিমা দেখতেই ভিড় হয় এই পুজোয়।বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, ‘আমাদের এই পুজো ও মেলা এলাকার ঐতিহ্য। ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা, মেলা প্রাঙ্গণের রকমারি দোকানপাট, নাগরদোলা, সার্কাস, মুক্তমঞ্চের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো ও মেলার আকর্ষণ।”
advertisement
৫৫তম বর্ষ পুজো ও মেলাকে সফল করার লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি। সামাজিক কর্মসূচি থাকবে। সাধারণ মানুষ এই পুজো ও মেলার জন্য বছরভর অপেক্ষায় থাকেন। মানুষের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2024 9:01 PM IST









