MJN Medical College & Hospital: আরজি কর কাণ্ডের পর বদলে গিয়েছে কোচবিহার হাসপাতাল! এক ঝলকে দেখুন বিস্তারিত

Last Updated:

RG Kar case Hospital news: জেলা কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সদর শহরের বুকেই অবস্থিত এই মেডিক্যাল কলেজ। তবে দীর্ঘ সময় ধরে এখানে একাধিক বিষয় নিয়ে সমস্যার কথা উঠে আসছিল।

+
কোচবিহার

কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল

কোচবিহার: জেলা কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সদর শহরের বুকেই অবস্থিত এই মেডিক্যাল কলেজ। তবে দীর্ঘ সময় ধরে এখানে একাধিক বিষয় নিয়ে সমস্যার কথা উঠে আসছিল। আর এই সকল সমস্যার কারণেই কিছু দিন আগে দ্রুত বদলি করে দেওয়া হয় আগের সুপারকে। তারপর নতুন এমএসভিপি এসে বেশ কিছু রদবদল ঘটান পরিষেবার। আর তাতেই রীতিমত খুশি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্টাফ থেকে শুরু করে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনেরা। বর্তমান সময়ে হাসপাতালের পরিষেবা উন্নত হয়ে উঠেছে অনেকটাই।
হাসপতালে ভর্তি থাকা রোগীর দুই আত্মীয় পঙ্কজ বর্মণ ও সন্দীপ বর্মণ জানান, “হাসপাতালের পরিষেবার বেশ কিছুটা উন্নতি হয়েছে। তাই বর্তমানে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন। আগামী দিনে এই সকল পরিষেবা আরও উন্নত হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা তাঁদের। তবে হাসপাতাল চত্বরে সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে, এছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বেশ কিছু জায়গায়। এতে সুরক্ষা ব্যবস্থা অনেকটাই বেড়ে উঠেছে হাসপাতাল চত্বরের। ফলে স্টাফ থেকে শুরু করে রোগী ও তাঁদের আত্মীয় পরিজন বেশ অনেকটাই সুরক্ষিত মনে করছেন নিজেদের। এছাড়া হাসপাতালে বেড়েছে পুলিশের টহল।”
advertisement
advertisement
হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “বেশ কিছু জায়গায় সিসিটিভি ইতিমধ্যেই বসানো হয়েছে। আরও বেশ কিছু জায়গায় সিসিটিভি বসানো হবে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে।” মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাধিক বিষয়ের উন্নয়ন ঘটলেও বেশ কিছু বিষয় নিয়ে এখনোও সমস্যা রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে আগামী দিনে সেই সকল সমস্যাগুলিও সমাধান করার কথা জানিয়েছেন নতুন এমএসভিপি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
MJN Medical College & Hospital: আরজি কর কাণ্ডের পর বদলে গিয়েছে কোচবিহার হাসপাতাল! এক ঝলকে দেখুন বিস্তারিত
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement