Dengue Cases Increasing: এখনই ডেঙ্গির বাড়বাড়ন্ত! আক্রান্তের সংখ্যা শুনলে চমকে যাবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Dengue Cases Increasing: আলিপুরদুয়ারের বাকি ব্লক মিলিয়ে যখন মোট আক্রান্তের সংখ্যা ৮, সেখানে কালচিনি ব্লকেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। বরাবরই জেলার মধ্যে ডেঙ্গি প্রবণ ব্লক বলে পরিচিত কালচিনি
আলিপুরদুয়ার: বর্ষাকাল এখনও আসেনি। তার আগেই জেলায় ডেঙ্গির প্রকোপ। আক্রান্তে নিরিখে জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে কালচিনি ব্লক। এখনই এই অবস্থা হওয়ায় রীতিমত শঙ্কিত জেলাবাসী।
আলিপুরদুয়ারের বাকি ব্লক মিলিয়ে যখন মোট আক্রান্তের সংখ্যা ৮, সেখানে কালচিনি ব্লকেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। বরাবরই জেলার মধ্যে ডেঙ্গি প্রবণ ব্লক বলে পরিচিত কালচিনি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে কালচিনি ব্লকে ২২২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ২২২০ আক্রান্তের হদিস মিলেছিল ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলকাগুলোতে। ২০১৯-এর সেই ডেঙ্গি আতঙ্কই আবার ফের চোখ রাঙাতে শুরু করেছে। তবে ২০১৯-এর মত ফের যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা।
advertisement
আরও পড়ুন: ISF প্রার্থী একাই লিফলেট বিলি করছেন!
advertisement
ডেঙ্গি রুখতে অভিযান চলছে কালচিনি গ্রাম পঞ্চায়েতে। এখানে এখনও পর্যন্ত আক্রান্ত ৭ জন। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মণ্ডল বলেন, ডেঙ্গি রুখতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।তবে আক্রান্তরা অধিকাংশই এখন সুস্থ রয়েছেন।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 8:53 PM IST