North Dinajpur News: দীপাবলি আসতেই বাজারে চাহিদা মোমবাতির! এ বছর কি দাম বাড়ল? জানুন

Last Updated:

North Dinajpur News: কালী পূজো উপলক্ষে চাহিদা বেড়েছে মোমবাতির। জোর কদমে চলছে মোমবাতি তৈরির কাজ। আর কদিন বাদেই দীপাবলি। আর দীপাবলি মানেই আলোর উৎসব।

+
মোমবাতি 

মোমবাতি 

উত্তর দিনাজপুর: কালী পূজো উপলক্ষে চাহিদা বেড়েছে মোমবাতির। জোর কদমে চলছে মোমবাতি তৈরির কাজ। আর কদিন বাদেই দীপাবলি। আর দীপাবলি মানেই আলোর উৎসব। এদিন বাড়িতে বাড়িতে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে আলোর উৎসবে অন্ধকার দূর করার রীতি রয়েছে। তাই এই সময় বাজারে মোমবাতির চাহিদা থাকে তুঙ্গে।
প্রতিবারের মতো তাই এবারও মোমবাতি তৈরি করতে ব্যস্ত রায়গঞ্জে বিভিন্ন মোমবাতির কারখানাগুলি। জানা যায়, একটি মোমবাতি তৈরি করতে সময় লাগে ৫ থেকে ৭ মিনিট। মোমবাতি তৈরি শুরু হয় গরম ওভেনে মোমকে গলিয়ে। মোম তরল হয়ে গেলে বালতি করে তা নিয়ে যাওয়া হয় মোমবাতি তৈরির জন্য। তারপর কারিগর একটি ডাইসের মধ্যে সুতলি পড়াতে থাকেন। সাদা সেই সুতলিটি হল মোমবাতির সলতে। সুতলি পরানো হয়ে গেলে ডাইসটিকে বন্ধ করে দেওয়া হয়। তারপর উপরের ফাঁকা অংশ দিয়ে তার ভেতরে ঢালা হয় গরম তরল মোম। মিনিট পাঁচেক রেখে দেওয়ার পরেই তরল মোম জমে শক্ত হয়ে যায় এবং আকার নিয়ে নেয় একটি মোমবাতির।
advertisement
advertisement
মোমবাতি তৈরি করে কারিগররা ৭০০ থেকে ৮০০ টাকা প্রতিদিন লাভের মুখ দেখেন। দীপাবলি উপলক্ষে ৩০ রকম ছোট থেকে বড় মোমবাতি তৈরি হচ্ছে। সারা বছর খুব বেশি চাহিদা না থাকলেও দীপাবলিতে চাহিদা বেড়ে যায় এই মোমবাতির। তবে এ বছর কিছুটা দাম বাড়তে পারে মোমবাতির। প্যাকেট প্রতি ২ থেকে তিনটাকা দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: দীপাবলি আসতেই বাজারে চাহিদা মোমবাতির! এ বছর কি দাম বাড়ল? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement