ঘর থেকে মায়ের দেহ উদ্ধার, সন্দেহ ছেলের দিকে! কারণ খুঁজছে পুলিশ

Last Updated:

South Dinajpur: তালাবন্দি জেলখানার কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কল্পনা রানি শীল (৪৭)। বাড়ি কোচবিহারের কামাখ্যাগুড়িতে।

তালাবন্দি জেলখানার কোয়ার্টার
তালাবন্দি জেলখানার কোয়ার্টার
দক্ষিণ দিনাজপুর : তালাবন্দি জেলখানার কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কল্পনা রানি শীল (৪৭)। বাড়ি কোচবিহারের কামাখ্যাগুড়িতে।
সোমবার গভীর রাতে জেলখানার কোয়ার্টার থেকে ঘরের দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ৷ এদিন দুপুরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতার ছেলে শোভনলাল শীল ২০২১ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছেন। এদিকে, ঘটনার পর থেকেই নিখোঁজ মৃতার ছেলে শোভনলাল শীল।
advertisement
আরও পড়ুন- বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন
কোনও রকম খোঁজ মিলছে না তাঁর। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, ওই মহিলা আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।
advertisement
এক মহিলা সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শোভনের। তাতেই ছিল মায়ের আপত্তি। সেই কারণে মাকে মেরে ঘরে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে ছেলে বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে , বারবার ফোন করেও পাওয়া যায়নি শোভনলাল শীলকে। ছেলের সঙ্গে জেলখানার কোয়ার্টারেই থাকতেন তাঁর মা কল্পনা রানী শীল। তাঁর ফোনও বেজে গেছে, কিন্তু কেউ ফোন ধরেনি।
advertisement
এর পর সন্দেহ হওয়ায় রায়গঞ্জ জেলে কর্মরত শোভনলালের বন্ধুকে ফোন করে বিষয়টি জানানো হয়। বালুরঘাট জেল কর্তৃপক্ষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করে শেষপর্যন্ত পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন- সেরার সেরা পুরস্বাস্থ্য কেন্দ্র!গর্বে বুক ফুলে উঠবে,কোন শহর পেল এই সম্মান?জানেন?
এর পরই পুলিশ গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে গলায় গামছা জড়ানো অবস্থায় শোভা রানী শীলকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। এদিকে ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘর থেকে মায়ের দেহ উদ্ধার, সন্দেহ ছেলের দিকে! কারণ খুঁজছে পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement