#কোচবিহার: আলিপুরদুয়ার বিন্দিপাড়ার বীর শহীদের স্মৃতি আকড়ে ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে বেঁচে আছেন জওয়ান বিপুল রায়ের স্ত্রী। শিশু কন্যা তমন্না রোজ চোখ বুজে স্বপ্ন দেখে, তার বাবাকে যুদ্ধ করতে। বাবা হিরোর মত শত্রুদের মারছে। একরত্তি শিশু বোঝেনা বাবাকে হারানোর যন্ত্রনা। স্বপ্নে সে বাবাকে অনুভব করে।
আর মেয়ের মুখে সেই গল্প শুনে ভবিষ্যতে এগিয়ে চলার শপথ নেন বীর শহিদের স্ত্রী রুম্পা রায়। চিনা সৈনিকদের হাতে প্রাণ হারানো আলিপুরদুয়ার জেলার বিন্দিপাড়া গ্রামে বিপুল রায়ের স্মৃতি এখন গোটা গ্রাম জুড়ে ৷ এই বাড়িতে এখন রয়েছেন স্ত্রী ও শিশু কন্যা। শুধু নেই যার হাত ধরে তারা মিরাট থেকে গ্রামে ফিরতেন তিনি। শোকার্ত বিন্দিপাড়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Martyr