Darjeeling Toy Train: টয়ট্রেনের কামরার গায়ে আর বিজ্ঞাপন নয়, পর্যটনের মরসুমে বাড়ছে জয় রাইড পরিষেবা!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Darjeeling Toy Train: শেষবার দেখা গিয়েছিল ১৯৪৩ সালে। ইংরেজ আমলে। তারপর অকেজো হয়েই পড়েছিল কার্শিয়ং স্টেশনে। যার নাম টার্ণ টেবিল। মূলত ইংরেজরা এই টার্ণ টেবিলের মাধ্যমে টয়ট্রেনের কোচ এবং লোকো ইঞ্জিনগুলি ৩৬০ ডিগ্রি ঘোরানো যেত।
কার্শিয়ং: শেষবার দেখা গিয়েছিল ১৯৪৩ সালে। ইংরেজ আমলে। তারপর অকেজো হয়েই পড়েছিল কার্শিয়ং স্টেশনে। যার নাম টার্ণ টেবিল। মূলত ইংরেজরা এই টার্ণ টেবিলের মাধ্যমে টয়ট্রেনের কোচ এবং লোকো ইঞ্জিনগুলি ৩৬০ ডিগ্রি ঘোরানো যেত। ৮১ বছর পর সংস্কার করে তাঁকে আবারও পুরনো ঐতিহ্যে ফেরানো হল।
আরও পড়ুনঃ ফর্সা নয় বলে ১০০০টা রিজেকশন! মাঝরাতে একটা ফোন বদলে দেয় জীবন! বর্তমানে তাবড় সুপারস্টারের বউ…
আজ, বৃহস্পতিবার কার্শিয়ং স্টেশনে তার সূচনা করেন এনএফ রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। যা পর্যটকদের কাছে স্বাধীনতার পর নতুন আকর্ষণ! তিনি জানান, যাত্রী পরিষেবার সুরক্ষার কথা মাথায় রেখে। রেল ট্র্যাকের উন্নত সংস্কার করার কাজ শুরু হয়েছে। সামনেই পর্যটন মরসুম। সেকথা মাথায় রেখে আয় বাড়াতে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ভায়া ঘুম স্টেশনের মধ্যেন্সটিম ইঞ্জিন চালিত “জয় রাইডের” সংখ্যা বাড়ানো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
পাশাপাশি আয় বাড়াতে আগে হেরিটেজ টয়ট্রেনের কামরার গায়ে বিজ্ঞাপন দেখা দিত্ম নতুন করে আর আ নেওয়া হবে না। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত থাকবে। এতে হেরিটেজ তকমা অটুট থাকবে বলে জানান ডি আর এম। প্রসঙ্গত এমনই একটি টার্ণ টেবিল দার্জিলিং স্টেশনেও অকেজো হয়ে পড়ে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 5:20 PM IST