Darjeeling: তিস্তায় হড়পা বানের এক বছর পরেও মেলেনি ক্ষতিপূরণ! প্রতিবাদ-অনশন ক্ষতিগ্রস্তদের
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Darjeeling: ক্ষতিপূরণের দাবিতে এবার জাতীয় সড়কের পাশেই অনশনে বসলেন হড়পা বানে ক্ষতিগ্রস্তরা।
কালিম্পং: অতীতের দিকে তাকালে মনে পড়ে যায় তিস্তার সেই ভয়াবহ রূপ, বিপর্যস্ত জনজীবন জলের নিচে বাড়ি থেকে শুরু করে গাড়ি। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
সেই তিস্তার হড়পা বানের ঘটনার এক বছর পার হলেও এখনও মেলেনি ক্ষতিপূরণ। আর ক্ষতিপূরণের দাবিতে এবার জাতীয় সড়কের পাশেই অনশনে বসলেন হড়পা বানে ক্ষতিগ্রস্তরা। বুধবার সকাল থেকে তিস্তাবাজারে ১০ নম্বর জাতীয় সড়কের পাশে অনশনে বসেন তাঁরা।
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, পুজোয় ভিলেন বৃষ্টি? নিম্নচাপের জেরে ভিজবে কোন কোন জেলা, বড় খবর
প্রসঙ্গত, ২০২৩ সালের ৪ অক্টোবর সিকিমের বাঁধ ভাঙা বৃষ্টির কারণে তিস্তা নদী ভয়াবহ আকার ধারণ করে। তিস্তায় থাকা বাঁধ ভেঙে নদীর জল দু’পারে থাকা জনবসতিকে গ্রাস করে। ধুয়ে-মুছে সাফ হয়ে যায় ঘরবাড়ি। সেই ঘটনায় রাজ্যের তরফে পরে ৭৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: শুরু ধরপাকড়, পড়ুয়ার মৃত্যু ঘিরে এখনও উত্তেজনা বাঁশদ্রোণীতে! ঘটনাস্থলে পুলিশের বড় কর্তারা
কিন্তু জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষর তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনও পূরণ হয়নি। ওই ঘটনার এক বছর পার হলেও এখনও ঘরছাড়া প্রায় ৮০টি পরিবার।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 02, 2024 8:55 PM IST










