Darjeeling News: কাতারে কাতারে লোক জড়ো হয়ে কী দেখছে? দার্জিলিংয়ে অবাক কাণ্ড! চমকাবেন আপনিও

Last Updated:

Darjeeling News: দ্বিতীয় বর্ষের মেলো টি ফেস্টে কাতারে কাতারে মানুষের ভিড়ে জমজমাট দার্জিলিং মল, দার্জিলিং পুলিশের উদ্যোগে আয়োজিত এই ফেস্টে পাহাড়ের পর্যটন থেকে শুরু করে, পাহাড়ের ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি রক কালচার কে তুলে ধরা হয়

+
মেলো

মেলো টি ফেস্ট, দার্জিলিং

দার্জিলিং: পাহাড়ের রানি দার্জিলিং নামটা আপামর বাঙালির রক্তে মিশে আছে। উত্তরবঙ্গের কথা মাথায় আসলেই সবার প্রথমে মাথায় আসে সবুজে ঘেরা চা বাগান, বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন। আর এই সবকিছুর মজা যদি একসাথে নিতে হয় তাহলে তো অবশ্যই গন্তব্য দার্জিলিং। ডিসেম্বরের কনকনে ঠান্ডায় দার্জিলিং পুলিশের উদ্যোগে আয়োজিত ‘মেলো টি ফেস্ট’-এ রক ব্যান্ডের তালে জমজমাট দার্জিলিং মল, চুটিয়ে আনন্দ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের।
পর্যটনের নতুন করে জোয়ার আনতে দার্জিলিং পুলিশের এই উদ্যোগ। ইতিমধ্যেই দার্জিলিংকে হাইকিং এর রাজধানী বলে ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি দার্জিলিং এর বিভিন্ন অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্থানীয় খাবার,হাতের কাজ থেকে শুরু করে দার্জিলিং চা এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্যকে তুলে ধরা হয় দ্বিতীয় বর্ষের এই মেল টি ফেস্টে। এছাড়াও খেলাধুলার প্রতি ঝোঁক বাড়াতে ছিল ম্যারাথন রান, এর পাশাপাশি ছিল দেশ-বিদেশ থেকে আশা বিভিন্ন রক ব্যান্ড।
advertisement
advertisement
আরও পড়ুন- বলুন তো, ভারতে সবচেয়ে বেশি ‘আমিষ’ খায় কোন রাজ্যের মানুষ? ‘উত্তর’ আপনাকে চমকে দিতে বাধ্য
চতুর্থ দিনে এই মেলো টি ফেস্ট যেন এক উৎসবে পরিণত হয়। রক ব্যান্ডের তালে তাল মিলিয়ে নেচে ওঠে পাহাড়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ঘুরতে আসা পর্যটকেরা। এ প্রসঙ্গে দার্জিলিং এর পুলিশ সুপার প্রভীণ প্রকাশ বলেন গত বছরের তুলনায় এ বছর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছে। নেপালি জনজাতির আচার-আচরণ ঐতিহ্য থেকে শুরু করে, অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে তুলে ধরা হয়। এছাড়াও সকলের জন্য ছিল রক ব্যান্ড কম্পিটিশন। সুদূর ইউরোপ সহ আসাম মেঘালয়া এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক রক ব্যান্ড অংশ নেয় এই মেলো টি ফেস্টে।
advertisement
কাতারে কাতারে মানুষের ভিড়ে জমজমাট হয়ে দার্জিলিং মল। রক ব্যান্ডের তালের তাল মিলিয়ে কচিকাঁচা থেকে শুরু করে নাচে গানে আড্ডায় মেতে উঠে সমস্ত বয়সের মানুষেরা। অন্যদিকে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এ যেন এক বাড়তি পাওনা। সব মিলিয়ে ডিসেম্বরের কনকনে শীতে খাওয়া-দাওয়া থেকে শুরু করে নাচে গানে আড্ডায় জমজমাট দার্জিলিং মল।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: কাতারে কাতারে লোক জড়ো হয়ে কী দেখছে? দার্জিলিংয়ে অবাক কাণ্ড! চমকাবেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement