ঐতিহ্যের দার্জিলিংয়ে জমজমাট হেরিটেজ ল্যান্ডরোভার র্যালি
Last Updated:
পাহাড়ের চড়াই উতরাইয়ে ছুটে চলা। ঐতিহ্যের শহরে প্রাচীন গাড়িতে চেপে উৎসবে অংশ নেওয়া। তাও আবার নিখরচায়।
#দার্জিলিং: পাহাড়ের চড়াই উতরাইয়ে ছুটে চলা। ঐতিহ্যের শহরে প্রাচীন গাড়িতে চেপে উৎসবে অংশ নেওয়া। তাও আবার নিখরচায়। পর্যটকদের কাছে খুশি যেন দ্বিগুণ। দার্জিলিঙে তিস্তা রঙ্গিত উৎসবের দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছিল ল্যান্ডরোভার র্যালির। মানেভঞ্জন থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় আলো আঁধারে, শীতের রোদ গায়ে মেখে ছুটে চলল বিয়াল্লিশটি ল্যান্ডরোভার।
শীতের পাহাড়ি রাস্তায় খেলা করছে রোদ আর ছায়া। রাস্তা বেঁকেছে নিজের খেয়ালে। স্বপ্নের গন্ধমাখা সেই রাস্তায় দাপিয়ে বেড়াল সারি সারি গাড়ি। ঐতিহ্যের দার্জিলিঙে হেরিটেজ ল্যান্ডরোভার র্যালি। আয়োজন করেছিল সিংগালিলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন।
পর্যটকদের পাহাড়মুখী করতে দার্জিলিঙে শুরু হয়েছে তিস্তা রঙ্গিত পর্যটন উৎসব। উৎসবকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে জিটিএ। উৎসবের দ্বিতীয় দ্বিনে পর্যটকদের নিয়ে ছুটল বিয়াল্লিশটি ল্যান্ডরোভার। মানেভঞ্জন থেকে ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত সাতাশ কিলোমিটার নিখরচায় র্যালিতে অংশ নিলেন পর্যটকরা। একইসঙ্গে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত ছুটল টয়ট্রেনও। টয়ট্রেনে আবার সাংস্কৃতিক উৎসব। আপ্লুত পর্যটকরা।
advertisement
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তৈরি হওয়া গাড়ি। ল্যান্ডরোভারের পরতে পরতে জড়িয়ে ইতিহাস আর আভিজাত্য। কুয়াশা ঘেরা রাস্তায় রোদমাখা ভ্রমণে ল্যান্ডরোভার র্যালি পর্যটকদের স্মৃতির পাতা যেন আরও রঙিন করল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2017 8:35 PM IST