Darjeeling: শীতের ছুটিতে 'কুইন অফ হিলস' দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন? বলুন তো, দার্জিলিং শব্দের অর্থ কী? জানলে আপনি জিনিয়াস

Last Updated:

Darjeeling: ব্রিটিশ আমলের বহু পুরনো ইতিহাসের ছোঁয়ায় ভরপুর দার্জিলিংয়ের মহাকাল মন্দির, এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু পৌরাণিক কথা। বলতে পারবেন দার্জিলিং শব্দের মানে কী?

+
টয়

টয় ট্রেন

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা। প্রতিনিয়ত প্রচুর পর্যটক এই শৈলশহরের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিড় জমান। তবে এই শৈলশহর জুড়ে ছড়িয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। শৈলশহর দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে অবজারভেটরি হিল যেখান থেকে সাদা বরফের চাদরে ঘোড়া ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা বরাবরই মনমুগ্ধ করে পর্যটকদের এবং সেই রাস্তার শীর্ষেই বহু ঐতিহাসিক কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মহাকাল মন্দির।
সকলের কাছেই এটি একটি পবিত্র ধর্মীয় স্থান। দার্জিলিং গেলে এই মহাকাল মন্দির না দর্শন করলে যেন ঘোরা সম্পূর্ণ হয় না।
এই মন্দিরের মূল ঐতিহ্য হল এখানে শিব ও বুদ্ধ একইসঙ্গে পূজিত হন। প্রসঙ্গত, ১৭৬৫ দোর্জে রিনজিং নামে একজন লামা এই মঠটি তৈরি করেছিলেন। অনেকের মতে তাঁর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে দার্জিলিং। অনেকেই আবার মনে করে তিব্বতি শব্দ “দর্জি” অর্থাৎ বজ্র এবং লিং অর্থাৎ “ঝড়”।
advertisement
advertisement
এই মন্দিরকে ঘিরে বহু পৌরাণিক কথা প্রচলিত রয়েছে। ব্রিটিশ আমলে এই জায়গায় দাঁড়িয়েই দেখা যেত পুরো দার্জিলিং শহরকে, এখান থেকে এই দেখা যেত বরফের চাদরে মোড়া অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। অবজারভেটরি হিলের এই রাস্তা দিয়ে যাবার সময় কখনও মেঘেদের আনাগোনা কখনও আবার রোদের ঝলকানি বর্তমানে এই জায়গায় তৈরি হয়েছে ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে পর্যটকেরা দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করেন। এই রাস্তা ধরে যাওয়ার পথেই হাতের বাঁদিকে উঠে যায় কয়েকটি সিঁড়ি তারপরেই আঁকাবাঁকা সরু পাহাড়ি পথ ধরে কিছুটা উপরেই উঠতে একটা বিশালাকার গেট এবং চারিদিকে সারি সারি রংবেরঙের বৌদ্ধ ধর্মের পতাকা আর পাইন বন।
advertisement
এই জায়গায় বসে কিছুটা সময় কাটালেই মনের যেন সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। এই প্রসঙ্গে এ মন্দির কমিটির সদস্য বিকেন লামা বলেন, এই মন্দিরের বিশেষ ঐতিহ্য হল একই প্রাঙ্গণে একই ছাদের তলায় রয়েছে শিব এবং বুদ্ধের স্তুপ একই ঘরে হিন্দু ব্রাহ্মণ এবং বৌদ্ধ সাধু বসে পুজো করেন। এই মন্দিরে আসলেই সকলের মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছর নতুন বছরের প্রথম দিনে সকলের শান্তির কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয়।
advertisement
আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এখনও মহাকাল মন্দিরের দর্শন করেননি তাহলে বড় মিস করছেন। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে চারিদিকে সবুজে ঘেরা গাছপালা আর রংবেরঙের পতাকা দিয়ে সুসজ্জিত এই মহাকাল মন্দির। এই মন্দিরে শুধু শিব নয় রয়েছে মা কালী দুর্গা হনুমান থেকে শুরু করে আরও দেবদেবীর স্থান। আপনি যদি শীতের ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসুন দার্জিলিংয়ের বুকে বহু চর্চিত এই মহাকাল মন্দির থেকে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling: শীতের ছুটিতে 'কুইন অফ হিলস' দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন? বলুন তো, দার্জিলিং শব্দের অর্থ কী? জানলে আপনি জিনিয়াস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement