Navratri: নবরাত্রি উপলক্ষে হাসিমারায় ডান্ডিয়ার আয়োজন! মেতে উঠলেন স্থানীয়রা

Last Updated:

Alipurduar News: নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে হাসিমারায় আয়োজন করা হল ডান্ডিয়া নৃত‍্যের। সকলে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন এই উৎসবে।

আলিপুরদুয়ার: নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে হাসিমারায় আয়োজন করা হল ডান্ডিয়া নৃত‍্যের। নবরাত্রি উৎসব পালন হয় প্রথমা থেকেই।সাধারণত অবাঙালিরা বেশি এই পুজোর আয়োজন করে। তবে বর্তমানে বাঙালিরাও নবরাত্রি পালন করছেন। ৯ দিন ধরে দেবীর নয় রূপের পুজো হয়। শুরু হয় দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়ে। শেষ হয় সিদ্ধিদাত্রীর পুজো করে। সপ্তম দিনে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়।
হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির পক্ষ থেকে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়। স্থানীয়রা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে রঙীন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির পক্ষ থেকে জগন্নাথ উপাধ‍্যায় বলেন,”৫ বছর ধরে আমরা নবরাত্রি পুজোর আয়োজন করছি। নয় দিন নিয়ম মেনে দেবীর নানান রূপের পুজো হয়। আনা হয় সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি। ডান্ডিয়া খেলতে এলাকার সববয়সী মহিলারা প্রতিবার ভিড় জমান। সকলে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, দেবী দুর্গার সামনে ডান্ডিয়া প্রদর্শন করা হয়। এই ডান্ডিয়া খেলায় ব্যবহার করা ডান্ডিয়া বা লাঠি যা দেবী দুর্গার তরোয়ালের প্রতিনিধিত্ব করে। নৃত্যটি  গুজরাতের নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি অন্যান্য শস্য সম্পর্কিত উৎসবের সঙ্গে জড়িত।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Navratri: নবরাত্রি উপলক্ষে হাসিমারায় ডান্ডিয়ার আয়োজন! মেতে উঠলেন স্থানীয়রা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement