Navratri: নবরাত্রি উপলক্ষে হাসিমারায় ডান্ডিয়ার আয়োজন! মেতে উঠলেন স্থানীয়রা
- Published by:Sudip Paul
Last Updated:
Alipurduar News: নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে হাসিমারায় আয়োজন করা হল ডান্ডিয়া নৃত্যের। সকলে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন এই উৎসবে।
আলিপুরদুয়ার: নবরাত্রি উপলক্ষে চলছে দেবী আদিশক্তির আরাধনা। দেবীর পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে হাসিমারায় আয়োজন করা হল ডান্ডিয়া নৃত্যের। নবরাত্রি উৎসব পালন হয় প্রথমা থেকেই।সাধারণত অবাঙালিরা বেশি এই পুজোর আয়োজন করে। তবে বর্তমানে বাঙালিরাও নবরাত্রি পালন করছেন। ৯ দিন ধরে দেবীর নয় রূপের পুজো হয়। শুরু হয় দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়ে। শেষ হয় সিদ্ধিদাত্রীর পুজো করে। সপ্তম দিনে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়।
হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির পক্ষ থেকে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়। স্থানীয়রা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে রঙীন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির পক্ষ থেকে জগন্নাথ উপাধ্যায় বলেন,”৫ বছর ধরে আমরা নবরাত্রি পুজোর আয়োজন করছি। নয় দিন নিয়ম মেনে দেবীর নানান রূপের পুজো হয়। আনা হয় সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি। ডান্ডিয়া খেলতে এলাকার সববয়সী মহিলারা প্রতিবার ভিড় জমান। সকলে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, দেবী দুর্গার সামনে ডান্ডিয়া প্রদর্শন করা হয়। এই ডান্ডিয়া খেলায় ব্যবহার করা ডান্ডিয়া বা লাঠি যা দেবী দুর্গার তরোয়ালের প্রতিনিধিত্ব করে। নৃত্যটি গুজরাতের নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি অন্যান্য শস্য সম্পর্কিত উৎসবের সঙ্গে জড়িত।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 11:06 AM IST