Paddy Cultivation Problem: এই কারণেই সর্বনাশ হচ্ছে ধানের! চিন্তার ভাঁজ আমন ধান চাষীদের কপালে

Last Updated:

Paddy Cultivation Problem: সাধারণত আমন ধান খেতে মুথা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব দেখা দেয়। মুথা ঘাস ধানখেতের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ নিড়ানি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের নিয়ন্ত্রণ করা যায় না।

+
আমন

আমন ধান খেতের মুথা ঘাস

কোচবিহার: বছরের এই মরশুমে বেশ ভাল পরিমাণ আমন ধান চাষ হয় কোচবিহারে। চলতি মরশুমে আমন ধান রোপন প্রক্রিয়ার শেষের দিক থেকে বৃষ্টির অভাব দেখা দিয়েছে জেলায়। আর এতেই আমন ধান খেতে ঘাসের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে অনেকটাই।
ফলে কৃষকদের আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। আর বর্তমান সময়ে এক বিশেষ ধরনের আগাছা ঘাসের কারণে চিন্তা বেড়ে উঠেছে অনেকটাই। এতে ধান চাষের ফলন অনেকটাই ক্ষতিগ্রস্থ হবে মনে করছেন চাষীরা। সঠিক সময়ে সঠিক ভাবে পদক্ষেপ না নিলে ক্ষতির মুখে পড়বেন চাষীরা।
advertisement
advertisement
জেলার এক চাষি নৃপেণ বর্মন জানান, “ধানের চারা রোপণের পর খেতে বৃষ্টির অভাবের কারণে খেতে আগাছা বেড়ে উঠেছে। বারবার নিড়ানি দেওয়া সত্ত্বেও পুনরায় ঘাস বেড়ে উঠছে। তার উপর বর্তমান সময়ে মাঠের কাজে শ্রমিক পাওয়া প্রায় দুষ্কর। এই পরিস্থিতিতে আবার এক নতুন আগাছা শ্যামা ঘাস বা মুথা ঘাস বেশ অনেকটাই চাপের মুখে ফেলেছে চাষীদের। তাই এবারে ধানের ফলন কিছুটা হলেও ক্ষতির সমুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে চাষীদের একাংশ।”
advertisement
কৃষি দফতরের তথ্য অনুযায়ী, সাধারণত আমন ধান খেতে মুথা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব দেখা দেয়। মুথা ঘাস ধানখেতের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ নিড়ানি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের গুঁড়ি মাটির নীচে থেকে যায়, যা দিন কয়েকের মধ্যে পুনরায় গজিয়ে ওঠে। এছাড়া এই আগাছা অনেকটাই দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। ফলে ধান খেতে ঘাসের বাড়বাড়ন্ত দেখা যায়। তবে আগাছানাশক স্প্রে করে খেতের আগাছা বিনাশ করতে গেলে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই খেতে জল কম রাখা যাবে না। এবং মাঝে মধ্যেই নিড়ানি দিতে হবে।”
advertisement
কোচবিহারের এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “চলতি মরশুমে ধান খেতের আগাছা ঘাসের সমস্যা বেশ অনেকটাই ক্ষতি করতে পারে চাষের। তবে জেলায় বেশ অনেকটাই আমন ধান চাষ হয়। তাই এই বিষয়ে নজর দেওয়া না হলে সমস্যা বেড়ে উঠতে পারে।” বর্তমান সময়ের এই সমস্যা নিয়ে আমন ধান চাষীদের কপালে বেশ অনেকটাই চিন্তায় ভাঁজ দেখা দিয়েছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Paddy Cultivation Problem: এই কারণেই সর্বনাশ হচ্ছে ধানের! চিন্তার ভাঁজ আমন ধান চাষীদের কপালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement