দাম এক কোটিরও বেশি! ময়নাগুড়িতে পাচারের আগেই উদ্ধার চারটি বিরল বিদেশী বাঁদর

Last Updated:

শুল্ক দফতর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আধিকারিকরা পৌঁছে যান ময়নাগুড়িতে।

এরকমই চারটি বিদেশী বাঁদর উদ্ধার করেছে শুল্ক দফতর৷
এরকমই চারটি বিদেশী বাঁদর উদ্ধার করেছে শুল্ক দফতর৷
# কলকাতা : যাত্রী বাহী বাসে জিনিস পত্র রাখার জায়গা থেকে উদ্ধার তিনটি খাঁচা! ভিতরে রয়েছে বিরল প্রজাতির বিদেশী বাঁদর। এক কোটি টাকারও বেশি মূল্যর বিরল প্রজাতির চারটি বিদেশী বাঁদর উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা।
কাস্টমস সূত্রে খবর, ময়নাগুড়িতে হাইওয়ের উপরে যাত্রী বাহী বাস থেকে  এই বিদেশী বাঁদরগুলিকে উদ্ধার করা হয়েছে। অসম থেকে শিলিগুড়িতে আসছিলো বাসটি। শুল্ক দফতরের আধিকারিকরা ওই যাত্রী ভর্তি বাসের ভিতর তিনটি খাঁচা থেকে চারটি বিরল প্রজাতির বিদেশী বাঁদর উদ্ধার করেন।
advertisement
advertisement
এর পর  শুল্ক দফতর যোগাযোগ করেন ডিরেক্টর ওফ নর্থ বেঙ্গল ওয়াইল্ড পার্ক বেঙ্গল সাফারির কর্তাদের সঙ্গে। তাদের হাতে ওই উদ্ধার করা বাঁদর গুলিকে তুলে দেয় শুল্ক দফতর। যার বাজার মূল্য এক কোটি দশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
শুল্ক দফতর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আধিকারিকরা পৌঁছে যান ময়নাগুড়িতে। সেখানে শিলিগুড়িগামী বাসকে দেখে সন্দেহ হয়। বাসে উঠে গোয়েন্দারা তল্লাশি করতে বাসের নীচের দিকে ডিকি থেকে উদ্ধার হয় তিনটি খাঁচা।
advertisement
যাত্রীদের মধ্যে কেউ ওই বাঁদরগুলিকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেননি । এই সুযোগে বাসের চালক ও খালাসি এই বহুমূল্য বিরল প্রজাতির বাঁদর হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল। কিন্তু তার আগেই শুল্ক দফ্তর ওই বিরল প্রজাতির বিদেশী বাঁদরগুলিকে উদ্ধার করে।
advertisement
প্রাণীগুিকে অসম থেকে আনা হচ্ছিল বলে শুল্ক দফতর সূত্রে খবর।  এই বিরল প্রজাতির বিদেশী বাঁদর কোথায় পাচার হচ্ছিল? এই চক্রে কারা জড়িত? কাদের কাছে পাচার করা হচ্ছিল প্রাণীগুলিকে? এই সব বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তবে বাঁদরগুলিকে যাত্রী বাহী বাসে এমন ভাবে পাচার করা হচ্ছিল যাতে কেউ সন্দেহ না করে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দাম এক কোটিরও বেশি! ময়নাগুড়িতে পাচারের আগেই উদ্ধার চারটি বিরল বিদেশী বাঁদর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement