Crorepati Lottery Result: মাত্র ১২০ টাকাতেই কোটিপতি মালদহের রাজমিস্ত্রি! তার পরই যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে

Last Updated:

Crorepati Lottery Result: ১২০ টাকায় লটারি কেটেছিলেন তিনি, তাতেই ১ কোটি টাকার পুরস্কার পেয়েছেন। তারপর?

লটারি বিজেতা 
লটারি বিজেতা 
মালদহ: এক কোটির লটারি পেতেই পুলিশ ফাঁড়িতে দৌড়ে হাজির হলেন রাজমিস্ত্রি। পুলিশের কাছে জমা দিলেন লাকি নম্বরের ডিয়ার লটারির টিকিট। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া এলাকায়।
লটারির টিকিট মেলানোর পরেই স্থানীয় মিলকি পুলিশ ফাঁড়িতে হাজির হন ওই রাজমিস্ত্রি। মঙ্গলবার মাত্র ১২০ টাকায় টিকিট কেটেছিলেন পেশায় রাজমিস্ত্রি নিমাই সরকার। তিনি নিয়মিত টিকিট কাটেন না। মাঝেমধ্যে ইচ্ছে হলে লটারির টিকিট কাটেন। এদিন দুপুরে ১২০ টাকার লটারি কেটেছিলেন। টিকিট মেলাতেই চক্ষু চড়কগাছ হয় রাজমিস্ত্রির।
আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল
কারণ, রাতারাতি তিনি কোটিপতি হয়ে যান। লটারি বিজেতা নিমাই সরকার বলেন, ‘মাঝেমধ্যে লটারি টিকিট কাটি। এদিন ১২০ টাকার লটারি কেটেছিলাম। পরে মিলিয়ে দেখি সেই লটারিতে এক কোটি টাকার প্রাইজ লেগেছে। আমি পুলিশ ফাঁড়িতে আসি। এই টাকা দিয়ে আমি আমার সংসারের বিভিন্ন কাজ করব। ছেলেমেয়েদের পড়াশোনা করাব।’
advertisement
advertisement
আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস
সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ নিয়মিত করতে হয়। পরিবারে রয়েছে স্ত্রী-সহ দুই মেয়ে ও এক ছেলে। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার। লটারির টাকাতে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি সংসারের অন্যান্য কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে।
advertisement
সেই টাকায় নিজের ও পরিবারের স্বপ্নপূরণের ইচ্ছে রয়েছে। তাই সেই টিকিট যেন কেউ নিতে না পারে তাই খবর পেয়ে সটান লটারি নিয়ে মিল্কি ফাঁড়ির দারস্থ হয়েছেন ওই ব্যাক্তি। তবে তাঁর স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন ১ কোটি টাকা পাবেন। অবশেষে প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার-সহ তাঁর পরিবার।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crorepati Lottery Result: মাত্র ১২০ টাকাতেই কোটিপতি মালদহের রাজমিস্ত্রি! তার পরই যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement