Jalpaiguri News:  গোপনেই পাচার হচ্ছিল...! পুলিশের নাকা চেকিংয়ে যা বেরিয়ে এল, জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির বানারহাটে নাকা চেকিংয়ে পুলিশের হাতে ধরা পড়ল কোটি টাকার পোস্তদানা। দুটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় ১৭০ বস্তা পোস্তদানা বাজারমূল্য আনুমানিক ১.৫ কোটি টাকা।

 পোস্তদানা উদ্ধার
 পোস্তদানা উদ্ধার
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গাড়ির চালকদের মুখে প্রশ্নের জবাব এদিক-ওদিক ঘুরতেই পুলিশের কপালে ভাঁজ। মনে হল, ‘ডাল মে কুছ কালা হে।’ আর সেই সন্দেহ থেকেই শুরু হল তল্লাশি অভিযান। হঠাৎ করেই উঠে এল বিশাল চমক— কোটি টাকার ওপরে মূল্যমানের পোস্তদানা।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত বানারহাট থানার উদ্যোগে আম্বাদীপা এলাকায় বিশেষ নাকা চেকিং হয়। অভিযানে আটক করা হয় দুইটি ট্রাক।
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…
তল্লাশিতে AS 25 EC 7404 নম্বরের ট্রাক থেকে উদ্ধার হয় ৬৫ বস্তা পোস্তদানা ও ৪২ বস্তা চা। অন্যদিকে RJ 11 GD 3460 নম্বরের ট্রাক থেকে উদ্ধার হয় ১০৫ বস্তা পোস্তদানা। প্রতিটি বস্তার ওজন আনুমানিক ৫০ কেজি। উদ্ধার হওয়া সামগ্রীর মোট বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণ মালামালের দাবিদার এখনও সামনে আসেননি।
advertisement
advertisement
আরও পড়ুন-পুরুষদের ‘রামবাণ’…! রাতে ঘুমানোর আগে দিন এক চুমুক, সকালেই ছুটবেন তেজি ঘোড়ার মতো, ৭ দিনে জেগে উঠবে ঝিমিয়ে পড়া পুরুষত্ব, যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
জেলা পুলিশ সূত্রে খবর, চক্রটি কোথা থেকে পরিচালিত হচ্ছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবালে জানিয়েছেন, জেলায় নিয়মিত নাকা চেকিং চলছে। আমাদের লক্ষ্য জেলার নিরাপত্তা ও অবৈধ পাচার রুখে দেওয়া। নজরদারি আরও বাড়ানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News:  গোপনেই পাচার হচ্ছিল...! পুলিশের নাকা চেকিংয়ে যা বেরিয়ে এল, জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement