Crime News: চার বিঘা জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা'কে ছেলে যা করল, ভাবা যায় না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Crime News: এই ঘটনায় ছেলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা।
রায়গঞ্জ: চার বিঘা জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা-কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল গুণধর ছেলে। ঘটনা রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে।
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে বৃদ্ধা মা এদিন পুলিশের দারস্থ হন। এদিন রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে ছেলে উজ্জ্বল বর্মনকে (৪২)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬/৩২৩-সহ সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: দুপুরের পরই বদলে যাবে আবহাওয়া, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলায়! সতর্ক থাকুন
এদিন অভিযোগকারিণী হেলোন বর্মন বলেন, ‘দুই দশক আগে স্বামীর মৃত্যু হয়েছে। আমার নামে বসতবাড়ি-সহ চার বিঘা জমি রয়েছে। সেই জমি লিখে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করছে ছেলে উজ্জ্বল। এর আগেও একাধিকবার মারধর করে বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছিল। গ্রামে একাধিকবার সালিশি সভা হয়েছে। ফের ছেলে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে পুলিশের দ্বারস্থ হই। আমি চাই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন দেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 2:10 PM IST