Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুন, ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রেমিকের!

Last Updated:

Crime News: ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ। নির্দেশ মালদহ জেলা আদালতের। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।
সরকারি আইনজীবী অসিতবরণ বোস জানান, ‘নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই নাবালিকার সঙ্গে সামিম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থেকে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার রাতে সামিম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যৌনাঙ্গে নির্যাতন চালায়।’ তিনি আরও বলেন, ‘ ধর্ষণের পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সামিম। প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালত সামিম আক্তারকে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুর খালাস করে।’
advertisement
advertisement
পকসো কোর্টের বিচারক রাজীব সাহা সামিম আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এদিকে নিহতের দিদি আদালতে বলেন, আমরা দোষীর ফাঁসির দাবি করেছিলাম। আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তবে অপরাধির সাজা হওয়ায় আমরা খুশি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুন, ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রেমিকের!
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement