ঘর ভাড়া নিয়ে চলছিল মধুচক্র... পুলিশ খবর পেতেই কেলেঙ্কারি! তড়িঘড়ি আটক ৬জন

Last Updated:

বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার পুলিশের অভিযানে দুই পুরুষ, চার মহিলা সহ মোট ৬ জন আটক হওয়ায় প্রকাশ্যে আসে এই চক্রের কার্যকলাপ।

News18
News18
রকি চৌধুরী, ধূপগুড়ি: মধুচক্রের আসরে পুলিশের হানা। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের ঠিক বিপরীতে ঘর ভাড়া নিয়ে চলছিল দেহ ব্যবসা। শহরের ব্যস্ত এলাকায় রাজপথের পাশে ফ্ল্যাট ভাড়া নিয়ে জাকিয়ে চলছিল দেহ ব্যবসা। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার পুলিশের অভিযানে দুই পুরুষ, চার মহিলা সহ মোট ৬ জন আটক হওয়ায় প্রকাশ্যে আসে এই চক্রের কার্যকলাপ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের ঘোষপাড়া মোড় এলাকায়।
স্থানীয় বাসিন্দা তথা ফ্ল্যাটের মালিক সুবীর মণ্ডলের কথায়, ‘দু’মাস আগে নিজেদের সবজি ব্যবসায়ী পরিচয়ে চুক্তি করে ফ্ল্যাট ভাড়া নেয় কোচবিহার জেলার ফুলবাড়ির বাসিন্দা রঞ্জন সরকার এবং তাঁর স্ত্রী জয়া সরকার। লোকজন আনাগোনা নিয়ে এরা আত্মীয় বলে জানাতো৷ এমন কাজ চলছে ঘুণাক্ষরে টের পেলে অনেক আগেই এদের পুলিশের হাতে তুলে দিতাম।’
advertisement
advertisement
এদিন পুলিশ হানার সময় ভাড়াটে দম্পতি ছাড়াও এক যুবক এবং তিন যুবতী আটক হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ব্যবসার জন্যে জড়ো হওয়া তিন যুবতীর মধ্যে একজন অসম, বাকি দুজন কোচবিহার জেলার বাসিন্দা বলে প্রাথমিক জেরায় জানা গেছে। তবে জনবসতি পূর্ণ এলাকায় এভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে কীভাবে এই কারবার চলছিল তা নিয়ে প্রতিবেশীরাও অবাক বলে জানিয়েছে। বহুতলের নীচে দোকান চালানো বাবন ঘোষ জানান, আশেপাশে ব্যাঙ্ক থেকে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনবর বহু মানুষের আনাগোনা। তবে এভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কাজ চলছিল তা আমরাও টের পাইনি।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘর ভাড়া নিয়ে চলছিল মধুচক্র... পুলিশ খবর পেতেই কেলেঙ্কারি! তড়িঘড়ি আটক ৬জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement