Crime News: নির্মম! শৌচকর্মের জন্য ঘরের বাইরে যেতেই, মুখে কাপড় দিয়ে গণধর্ষণ? ভুট্টা ক্ষেতের পাশে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Crime News: বাড়ির সামনে থেকে রাতের অন্ধকারে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মালদহঃ বাড়ির সামনে থেকে রাতের অন্ধকারে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়। এলাকারই দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। ঘটনায় এলাকারই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা।
আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে HMPV! সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? আস্থার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার
রবিবার রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন। অভিযোগ, তখনই এলাকার দুই ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত, পা, মুখ, বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
advertisement
advertisement
পরে ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ধৃতদের মধ্যে একজন আগেও ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলছে নির্যাতিতা মহিলার পরিবার-সহ পাড়া-প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: নির্মম! শৌচকর্মের জন্য ঘরের বাইরে যেতেই, মুখে কাপড় দিয়ে গণধর্ষণ? ভুট্টা ক্ষেতের পাশে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement