পাহাড়ের জোটে জট, গোর্খা প্রার্থী চাইছে জ্যাপ
Last Updated:
তৃণমূল ও বিজেপিকে হারাতে কথা ছিল একসঙ্গে লড়াই করার। রবিবার বাগডোগরায় এই নিয়ে বৈঠকেও বসে জোটসঙ্গীরা।
#দার্জিলিং: পাহাড়ে তৃণমূল-বিজেপি বিরোধী জোটে জট। এককভাবেই প্রার্থীর নাম ঘোষণা করে দিল সিপিআরএম। তাঁদের হয়ে দার্জিলিং আসনে লড়বেন দলের সভাপতি আরবি রাই।
তৃণমূল ও বিজেপিকে হারাতে কথা ছিল একসঙ্গে লড়াই করার। রবিবার বাগডোগরায় এই নিয়ে বৈঠকেও বসে জোটসঙ্গীরা। তাল কাটল বৈঠকের মধ্যেই। জোটের অন্যতম শরিক সিপিআরএম দার্জিলিং আসনে তাঁদের প্রার্থী হিসাবে দলের সভাপতি আরবি রাইয়ের নাম ঘোষণা করে দেয়।
তৃণমূল-বিজেপি বিরোধী এই জোটের বৈঠকে উপস্থিত ছিলেন ৷
advertisement
- সিপিএম থেকে অশোক ভট্টাচার্য
advertisement
- কংগ্রেস থেকে শংকর মালাকার
- জ্যাপ থেকে হরকা বাহাদুর ছেত্রী
- জিএনএলএফের মন ঘিসিং
- সিপিআরএমের অরুণ ঘাটানি
পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে পাহাড়ের বাসিন্দা কোনও গোর্খাকে প্রার্থী চেয়েছেন হরকা বাহাদুর ছেত্রী। সমতলের কোনও বাসিন্দা প্রার্থী হলে আপত্তি নেই জিএনএলএফের। তাঁদের দাবি, তৃণমূল ও বিজেপির থেকে সমদূরত্বের যে কোনও প্রার্থী চাই। তবে পাহাড়ের এই জোটকে গুরুত্বই দিতে রাজি নন তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব।
advertisement
জট কাটবে বলে এখনও আশাবাদী জোটের নেতারা। ১৫ মার্চের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে। তার আগেই জট কাটবে বলে মনে করছে সিপিএম। যদিও কংগ্রেস এখনও হাইকমান্ডের দিকেই তাকিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2019 3:10 PM IST