West Bengal News: গভীর রাতে গোপন খবর, বাংলাদেশ সীমান্তে ঘটল মারাত্মক ঘটনা, মূল কাণ্ডারি চার মহিলা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: শনিবার রাতে মেখলিগঞ্জ থানার উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতে ঘটে এই ঘটনা৷ ইতিমধ্যে ওই ঘটনায় মেখলিগঞ্জ থানার ১২ জন পুলিশ জখম হন।
#কোচবিহার: বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (West Bengal News)৷ পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে আসা গরু উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। শনিবার রাতে মেখলিগঞ্জ থানার উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতে ঘটে এই ঘটনা৷ ইতিমধ্যে ওই ঘটনায় মেখলিগঞ্জ থানার ১২ জন পুলিশ জখম হন।
আহত পুলিশদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে৷ হামলা চালানোয় অভিযুক্ত ছয় জনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের মধ্যে চারজন মহিলা। ইতিমধ্যেই ৩৪ টি গরু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশে পাচারের জন্য সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যায় গরু নিয়ে জমায়েত করেছিল কিছু দুষ্কৃতী৷
advertisement
advertisement
রাতে খবর পেয়ে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের নেগরিবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। গরু উদ্ধার করলে তাদের উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা৷ মহিলারাও হামলা চালায় বলে অভিযোগ ওঠে৷ পুলিশের দাবি প্রথমে শুরু হয় ইট পাথর ছোড়া। এরপর বাঁশ দিয়েও হামলা করা হয়েছে বলে অভিযোগ৷ পুলিশ কর্মীরা হাতে পিঠে আঘাত পেয়েছেন৷ সকলকেই মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানান, এ বিষয়ে আরও অভিযান চলবে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2022 9:03 AM IST