ফের ১০০ দিনের কাজে চরম দুর্নীতির অভিযোগ

Last Updated:

ফের ১০০ দিনের মাটি কাটার কাজে চরম দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে।

#দক্ষিণ দিনাজপুর: ফের ১০০ দিনের মাটি কাটার কাজে চরম দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে। অভিযোগের তির ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সুপারভাইজারদের বিরুদ্ধে। অভিযোগ, ১০০ দিনের প্রকল্পে কাজ করছে না এমন জবকার্ডধারীদের অ্যাকাউন্টেও টাকা চলে যাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান রাজেন মুর্মূ।
১০টি সংসদ নিয়ে তৈরি গোফানগর গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা কাটার কাজে মোট ১৬ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। অভিযোগ, ১০০ দিনের প্রকল্পে মাটি কাটার কাজে সব জব কার্ডধারীদের কাজ দেওয়া হয়নি এবার। তবে মাস্টার রোলে দেখানো হয়েছে, অধিকাংশ জব কার্ডধারীরা কাজ করেছে। কাজ না করা শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই টাকার সামান্য কিছু অ্যাকাউন্ট হোল্ডারদের দিয়ে মুখ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূলত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অভিযোগ।
advertisement
দুর্নীতির কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রাজেন মুর্মূ। ঘটনার কথা জানতে পেরে জেলা শাসক সঞ্জয় বসু জানান, তদন্ত করে দেখা হবে।
advertisement
১০০ দিনের কাজের প্রকল্পে এর আগেও বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছিল। তপন ব্লকের এই দুর্নীতিতে অনেক শ্রমিকের কাছেই টাকা পৌঁছয়নি বলে অভিযোগ। জেলা শাসক গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্তের পরেই আসল সত্য জানা যাবে বলে অপেক্ষা করছেন একশো দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকরা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের ১০০ দিনের কাজে চরম দুর্নীতির অভিযোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement