Old Shiva Temple: আসছে শিবরাত্রি! হাতে একটু সময় থাকলেই আসুন উত্তরবঙ্গের প্রাচীন এই শিবমন্দিরে

Last Updated:

Old Shiva Temple: দীর্ঘ সময়ের প্রাচীন এই মন্দির কোচবিহারের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়।

+
শিব

শিব যজ্ঞ মন্দির

সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলে স্থাপিত অন্যতম ঐতিহ্যবাহী একটি শিব মন্দির হল শিব যজ্ঞ মন্দির। দীর্ঘ সময়ের প্রাচীন এই মন্দির কোচবিহারের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। তার পর থেকে এই মন্দির সমান গুরুত্ব সহকারে কোচবিহারের বুকে অবস্থিত। দীর্ঘ সময়ের প্রাচীন এই মন্দিরে একটা সময় কুড়ি দিনব্যাপী মেলার আয়োজন করা হতো পুজো উপলক্ষে। বর্তমান সময়ে সেই মেলা ১৫ দিনে সমাপ্ত করা হয়। এছাড়া মেলার জৌলুসও অনেকটাই কমেছে।
কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “জেলা কোচবিহারে এই প্রাচীন মন্দির আধ্যাত্মিকতা ও পর্যটনের এক অদ্ভুতু মেলবন্ধন। তবে এই মন্দির স্থাপন করা হয়েছিল ১৯৪৮ সালে। সেই সময় থেকেই মন্দির পরিচালনা করা হত এক স্বতন্ত্র ট্রাস্ট বোর্ড দ্বারা। যদিও বর্তমান সময়ে এই মন্দির জেলার বুকে বেশ অনেকটাই প্রসিদ্ধ এক মন্দির। মন্দিরের সূচনা সময় থেকেই মন্দিরের পুজোর সময়ে বিরাট মেলার আয়োজন করা হত। সেই সময়ে সেই মেলা চলত প্রায় ২০ থেকে ২২ দিন ধরে। বর্তমান সময়ে এই মেলা চলে কোন দিন ধরে।”
advertisement
আরও পড়ুন : রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা, শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী মায়ের পুজোয় অগণিত ভক্ত
তিনি আরও জানান, “বর্তমান সময়ে জেলার বেশিরভাগ রাজ আমলের মন্দিরগুলি দেবোত্তর ট্রাস্ট বোর্ড গুলি পরিচালনা করে। তবে একমাত্র জেলার এই মন্দিরটি স্বতন্ত্র একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। তবে মন্দিরের আর্থিক অনুদান পর্যাপ্ত না থাকার কারণে মন্দিরটি সংস্কার এবং পরিচালনা করতে সমস্যায় পড়তে হয়। মন্দিরের পুজোর সময় মন্দিরে পার্শ্ববর্তী জেলা, নিম্ন অসম এবং বাংলাদেশের রংপুর থেকে বহু মানুষ আসতেন। তবে বর্তমান সময়ে সেই সংখ্যা কমেছে অনেকটাই।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Old Shiva Temple: আসছে শিবরাত্রি! হাতে একটু সময় থাকলেই আসুন উত্তরবঙ্গের প্রাচীন এই শিবমন্দিরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement