বাইক নিয়ে এল দুই যুবক, মাঝরাস্তায় মহিলার সঙ্গে এমন কাণ্ড! ভয়ঙ্কর ঘটনা
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Coochbehar: প্রকাশ্যে কোচবিহার শহরে গলার হার ছিনতাই।
কোচবিহার: প্রকাশ্যে কোচবিহার শহরে গলার হার ছিনতাইয়ের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়। ঘটনাটি ঘটছে কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার আশ্রম রোডের মধ্যে।
কোচবিহারের হরিশপাল চৌপথি এলাকা থেকে টোটো নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রিয়াঙ্কা বর্মন নামে এক মহিলা। আচমকাই দুই যুবক বাইকের করে এসে তাঁর গলার মালা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মুহূর্তে গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষেরা। দ্রুত খবর পাঠানো হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে।
আরও পড়ুন- পুজোর ঢাকে কাঠি! কোচবিহারের দক্ষিণপাড়ার এবারের চমক মথুরার চন্দ্রোদয় মন্দির
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা বর্মন কোচবিহার শহরের হরিশপাল চৌপথি এলাকা থেকে টোটো করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করেই তাঁর বাড়ির কাছাকাছি হাজরাপাড়া এলাকায় একটি বাইকে দুজন যুবক এসে তাঁর গলা থেকে সোনার মালা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
advertisement
advertisement
এই ঘটনায় মুহূর্তে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষেরা। দ্রুত খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে।
আরও পড়ুন- রাখি উৎসব জমজমাট! শিলিগুড়ির এবারের ট্রেন্ডিং জানেন? জানলে অবাক হবেন
তবে কোচবিহারের মধ্যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশ সেই ঘটনার নিষ্পত্তি করতে পেরেছে। এদিনের ঘটনার একটি লিখিত অভিযোগে ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2023 12:18 AM IST








