বাদুড়িয়ার ছায়া এবার কোচবিহারেও ! মহিলার কাছে পাওয়া দুই শিশুকে ঘিরে জাগছে সন্দেহ
Last Updated:
কোচবিহারের মহিষবাথান এলাকায় এক মহিলার কাছে দু’টো শিশুকন্যা রয়েছে বলে চাইল্ড লাইনের কাছে খবর।
#কোচবিহার: বাদুড়িয়া কান্ডের ছায়া এবার কোচবিহারে। কোচবিহারের মহিষবাথান এলাকায় এক মহিলার কাছে দু’টো শিশুকন্যা রয়েছে বলে চাইল্ড লাইন খবর পায়। যদিও মহিলার বক্তব্য দু’মাসের এক শিশুকন্যাকে স্থানীয় এক ডাক্তারবাবু লালন পালন করার জন্য তাকে দিয়েছেন। আর অপর এক মাসের শিশু কন্যাটি তার দিদির। দিদি অসুস্থ তাই শিশুটি ওই মহিলার কাছে রয়েছে।
শনিবার চাইল্ড লাইনের তরফে ওই মহিলাকে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই শিশু দুটির যেহেতু বৈধ কাগজপত্র নেই তাই চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার জন্য। বিষয়টি জানাজানি হতেই গুঞ্জন শুরু হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথান এলাকায় স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকেন এক মহিলা। মহিলার নাম সাথী আর্য। সম্প্রতি তার কাছে দুটি সদ্যোজাত শিশু দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।এরপর খবর যায় চাইল্ডলাইনের কাছে। যদিও মহিলাটির দাবি, মাস দু’য়েক আগে স্থানীয় এক চিকিৎসক-এর কাছে অবিবাহিত গর্ভবতী মহিলা আসে। সেখানে বাচ্চা প্রসবের পর ওই মহিলা পালিয়ে যায়। এরপর ওই ডাক্তার তাকে ডেকে ওই বাচ্চাকে তুলে দেয় লালন পালন করার জন্য। অপর বাচ্চাটি তার নিজের দিদির। দিদি অসুস্থ তাই তার বাড়িতে রেখে গিয়েছেন।তারা সবাই মিলে একটা অনাথ আশ্রম খুলবেন।সেখানেই এই বাচ্চাদের লালন পালন করবেন। তবে এই মহিলার দাবি, আগে এই শিশুটি অন্য একজনের কাছে ছিল। সেই মহিলা এই শিশুটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ওই মহিলার কবল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন বলেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2016 3:34 PM IST