২১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করছেন কোচবিহারের শিক্ষক

Last Updated:

বিডিও-র উদ্যোগে যোগ্য সম্মান দেওয়া হল অতিথি শিক্ষক মৃত্যুঞ্জয় লাহিড়ীকে। তুফানগঞ্জ ২নং ব্লক প্রশাসনের উদ্যোগে তাঁকে সংবর্ধনা জানানো হয়

কুড়ি বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়ান এই শিক্ষক
কুড়ি বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়ান এই শিক্ষক
#তুফানগঞ্জ: স্থায়ী শিক্ষক না হয়েও যোগ্য সম্মান পেলেন অতিথি শিক্ষক মৃত্যুঞ্জয় লাহিড়ী! দীর্ঘ ২১ বছর ধরে বিনা পারিশ্রমিকে তুফানগঞ্জের বক্সিরহাট এলাকার মহিষকুচি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে স্বেচ্ছায় শিক্ষকতা করছেন মৃত্যুঞ্জয় লাহিড়ী ওরফে মিলন মাস্টার। দীর্ঘ প্রায় কুড়ি বছর পরে স্থায়ী শিক্ষক না হয়েও স্থানীয় বিডিও-র উদ্যোগে যোগ্য সম্মান দেওয়া হল  অতিথি শিক্ষক মৃত্যুঞ্জয় লাহিড়ীকে। তুফানগঞ্জ ২নং ব্লক প্রশাসনের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি হাতে তুলে দেওয়া হয় কিছু সাম্মানিক পুরস্কার। মৃত্যুঞ্জয় লাহিড়ীর হাতে পুরস্কার তুলে দেন বিডিও প্রসেনজিৎ কুন্ডু-সহ ব্লক প্রশাসনের কর্তারা।
এতদিনের নিরলস মানুষ গড়ার পরিশ্রম করার পর যথার্থ সম্মান পেয়ে চোখে জল এসে গিয়েছিল ষাটোর্ধ্ব এই অতিথি শিক্ষকের। মৃত্যুঞ্জয় লাহিড়ী জানান, "আমি যে শিক্ষকতাকে মন থেকে ভালোবাসি। এছাড়া আমার সংসার বলতে এই স্কুলই রয়েছে। আমি স্কুলের বাচ্চাদের নিজের বাচ্চাদের থেকেও স্নেহের চোখে দেখি। স্কুল ছাড়া আমার কেউ নই। আমি যতদিন পারব ততদিন এই স্কুলে এভাবেই শিক্ষকতা করে যাব।"
advertisement
advertisement
মৃত্যুঞ্জয় লাহিড়ীর কাছে শিক্ষা গ্রহণ করে বড় হয়েছেন এলাকার অনেকেই। এখন তাঁদের সন্তানেরা এই স্কুলেই পড়ে। মিলন স্যারের এই যোগ্য সম্মান পাওয়ায় খুশি অবিভাবক মহল থেকে শুরু করে স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এলাকার বাসিন্দা রাজেশ সূত্রধর বলেন, "আমরা ছোটবেলা থেকে মিলন স্যারকে দেখে আসছি। তিনি আগেও যেমন ছিলেন, এখনও তেমনটাই রয়ে গিয়েছেন। উনি আমাদের যে স্নেহের সঙ্গে পড়াশোনা করাতেন, আমাদের পরবর্তী প্রজন্মকেও একই স্নেহের সঙ্গে শিক্ষাদান করে চলেছেন।  ওঁকে যথার্থ সম্মান না দিলে হয়তো শিক্ষকতার অসম্মান করা হত। আমরা খুব খুশি এমন একজন শিক্ষককে আমাদের কাছে পেয়ে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করছেন কোচবিহারের শিক্ষক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement