এক ফোঁটা জলের জন্যে...! 'এই' এলাকায় নেই পরিশ্রুত পানীয়, জলসঙ্কটের মধ্যে কীভাবে তৃষ্ণা মিটছে জানলে চোখে জল আসবে

Last Updated:

পরিশ্রুত পানীয় জলের অভাবে গভীর নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে। সেই জল খেয়ে চর্মরোগ ও পেটের রোগ বাড়ছে।

পানীয় জলের জন্যে বিক্ষোভ
পানীয় জলের জন্যে বিক্ষোভ
তুফানগঞ্জ, কোচবিহার, শুভঙ্কর সাহাঃ পানীয় জলের দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দীর্ঘ পাঁচ বছর ধরে তীব্র জলসংকটে ভুগছেন তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বড়ো শালবাড়ি তল্লিগুড়ি শিববাড়ি গ্রামের বাসিন্দারা।
এই অবস্থায় পরিশ্রুত পানীয় জলের দাবিতে সোমবার তল্লিগুড়ি শিববাড়ি চৌপথি সংলগ্ন এলাকায় কামাখ্যাগুড়ি-হরিপুর সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করেন এলাকা বাসিন্দারা। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে তাদের বিক্ষোভ।
আরও পড়ুনঃ  বাংলায় কথা বলা কাল হল! প্রাণে বাঁচতে বাস ভাড়া করে হরিয়ানা থেকে ফিরল ১৫০ পরিবার
বিক্ষোভকারীদের দাবি, পরিশ্রুত পানীয় জলের অভাবে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছিল তাদের। সেই জল খেয়ে অনেকেই চর্মরোগ ও পেটের অসুখে ভুগছেন বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে দুই কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে গিয়ে খেতে হয় তাদের। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানান তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাসেও এবার স্মার্ট কার্ড! টিকিট কাটার ঝামেলা এড়াতে বড় উদ্যোগ, কবে থেকে চালু হচ্ছে?
তাদের আরও অভিযোগ, এলাকায় কিছু অংশে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে পানীয় জলের পাইপ লাইন বসানো হলেও বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি। এদিন পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এক ফোঁটা জলের জন্যে...! 'এই' এলাকায় নেই পরিশ্রুত পানীয়, জলসঙ্কটের মধ্যে কীভাবে তৃষ্ণা মিটছে জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement