Air Blower Machine: মুহূর্তেই পরিষ্কার হবে সব! কোচবিহার থেকে যুগান্তকারী কাজ এই ব্যক্তির, নতুন মেশিন আবিষ্কার

Last Updated:

Air Blower Machine: ছোটবেলায় তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের এই বিষয়গুলি বেশ আকর্ষণ করত। তখন থেকেই ধীরে ধীরে তিনি এই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেন। তবে সাংসারিক অভাবের কারণে পুঁথিগত বিদ্যা পাননি।

+
আহম্মেদ

আহম্মেদ হোসেনের তৈরি মেশিন

সাতমাইল: কোচবিহারের সাত মাইল এলাকার এক ব্যক্তি, যিনি কোনওদিনও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেননি। তবে বড় বড় ইঞ্জিনিয়ারদের তৈরি জিনিস তিনি মুহূর্তের মধ্যেই তৈরি করতে পারেন। শুধু একবার সেই মেশিনটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখতে দেওয়ার প্রয়োজন রয়েছে।
তারপর সেই মেশিনের থেকেও কম দামে হুবহু মেশিন তিনি তৈরি করতে পারেন। মূলত একটি মেশিন যেভাবে কাজ করে, সেই কাজ করার বিষয়টি তিনি দেখে নেন। তারপর নিজের বুদ্ধিমত্তা দিয়েই তিনি সেই রকমই একটি মেশিন তৈরি করতে পারেন। তবে বাজারজাত মেশিনের চাইতে তাঁর তৈরি মেশিনের দাম অনেকটাই কম হয়ে থাকে। ফলে যে কোনও মানুষ খুব সহজেই এই মেশিনগুলি কিনতে পারেন।
advertisement
advertisement
মেশিন নির্মাতা আহম্মদ হোসেন জানান, বর্তমানে তিনি তৈরি করেছেন একটি এয়ার ব্লোয়ার মেশিন। যা ১০ থেকে ১২ জন মানুষের কাজ মুহূর্তের মধ্যেই করে দিতে পারবে। খালি একজন মেশিন অপারেটরের প্রয়োজন রয়েছে। এই এয়ার ব্লোয়ার মেশিন দিয়ে রাস্তা থেকে শুরু করে যে কোনও জায়গা হাওয়ার মাধ্যমে পরিষ্কার করা সম্ভব। এতে মানুষের পরিশ্রমও কমবে। ফলে অনেকটাই দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে এই মেশিনের মাধ্যমে। ইতিমধ্যেই একটি মেশিন তিনি তৈরি করে বিক্রি করছেন। আরও একটি মেশিনের অর্ডার এসেছে তাঁর কাছে। সেই মেশিনটি তৈরি করছেন তিনি বর্তমানে। আগামী কয়েকদিনের মধ্যে সেই মেশিনটিকেও বিক্রি করবেন তিনি।
advertisement
তিনি আরও জানান, ছোটবেলায় তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের এই বিষয়গুলি বেশ আকর্ষণ করত। তখন থেকেই ধীরে ধীরে তিনি এই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেন। তবে সাংসারিক অভাবের কারণে পুঁথিগত বিদ্যা পাননি। কিন্তু আকর্ষণকেই তিনি তাঁর পেশায় রূপান্তরিত করেছেন। তিনি একটি গ্যারেজ তৈরি করেছেন, যেখানে সমস্ত যন্ত্রাংশ মেরামতি করা হয়ে থাকে। তবে কাজের মাঝেই সুযোগ পেলে তিনি নতুন নতুন যন্ত্র তৈরি করে থাকেন। তাঁর তৈরি যন্ত্রগুলির চাহিদা বাড়ছে কোচবিহারের বাজারে। ইতিমধ্যেই বহু যন্ত্রাংশ বিক্রিও করেছেন তিনি। বর্তমানে জেলার মানুষের কাছে আহম্মদ হোসেনের নাম অনেকটাই পরিচিত। তাঁর তৈরি যন্ত্রপাতি কৃষিক্ষেত্র থেকে শুরু করে বহু মানুষের উপকারে লাগছে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Air Blower Machine: মুহূর্তেই পরিষ্কার হবে সব! কোচবিহার থেকে যুগান্তকারী কাজ এই ব্যক্তির, নতুন মেশিন আবিষ্কার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement