বহু ডাকাডাকিতে মেলেনি সাড়া! হস্টেলের দরজা ভাঙতেই... কোচবিহারের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ার অস্বাভাবিক মৃ*ত্যু

Last Updated:

হস্টেলের অন্যান্য পড়ুয়াদের কথায়, গত কিছু মাস ধরে এই পড়ুয়াকে মানসিক অবসাদগ্রস্ত দেখছিলেন তারা। কারও সঙ্গে কথা বলতে চাইতো না সে।

কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
কোচবিহার, অনন্যা দে: সকাল থেকেই থমথমে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর। কলেজের এক তৃতীয় বর্ষের পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে প্রতিটি পড়ুয়া।
এদিন ভোরে কলেজের হস্টেল থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে। মৃত পড়ুয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি এই রাজ্যের দুর্গাপুর এলাকায়। হস্টেলের অন্যান্য পড়ুয়াদের কথায়, গত কিছু মাস ধরে এই পড়ুয়াকে মানসিক অবসাদগ্রস্ত দেখছিলেন তারা। কারও সঙ্গে কথা বলতে চাইতো না সে। এমনকি কোনও সহপাঠী তাঁর সমস্যার কথা জানতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করত ওই পড়ুয়া।
advertisement
আরও পড়ুনঃ এক ফোঁটা জলের জন্যে…! ‘এই’ এলাকায় নেই পরিশ্রুত পানীয়, জলসঙ্কটের মধ্যে কীভাবে তৃষ্ণা মিটছে জানলে চোখে জল আসবে
বিষয়টি কলেজের অধ্যাপকদের ও হস্টেলের ওয়ার্ডনকে জানিয়েছিল পড়ুয়ারা। গতকাল রাতে খাওয়া-দাওয়ার পর ওই পড়ুয়া নিজের ঘরে চলে যায়। তার সঙ্গে থাকা অপর এক পড়ুয়া অন্য ঘরে বন্ধুদের সঙ্গে গল্প করতে আসে। এরপর ঘরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। বারবার তাঁকে ডাক দিয়েছিলেন ওই পড়ুয়া। দরজা না খোলায় বিষয়টি হস্টেল ওয়ার্ডনকে জানায় পড়ুয়ারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরিব বন্ধুকে বাঁচাতে প্রয়োজন বিপুল টাকা! কিউআর হাতে রাস্তায় রাস্তায় ঘুরছে ‘তারা’
এরপর ভাঙা হয় হস্টেলের দরজা। ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ওই পড়ুয়াকে। খবর দেওয়া হয় কোচবিহার থানায়। এদিন ভোরে এসে পুলিশ দেহ উদ্ধার করে পড়ুয়ার। কলেজ কর্তৃপক্ষের অনুমান, কোনও পারিবারিক চাপে এই অঘটন ঘটিয়েছেন পড়ুয়া। কলেজের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, “ওই পড়ুয়ার সহপাঠীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শুরু হয়ে গিয়েছে। পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে এখনও সন্দেহজনক কোনও বিষয়ে উঠে আসেনি তদন্তে।”
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বহু ডাকাডাকিতে মেলেনি সাড়া! হস্টেলের দরজা ভাঙতেই... কোচবিহারের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ার অস্বাভাবিক মৃ*ত্যু
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement