Solar Pump: ২০০০ টাকা খরচ কমে মাত্র ৩০০ টাকা...! সোনায় সোহাগা কৃষকরা, জানেন কীভাবে সম্ভব হল এমনটা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Solar Pump: কৃষি কাজে কৃষকদের জল সেচের জন্য আর বাড়তি টাকা গুনতে হবে না। সোলার পাম্পের সাহায্যে কৃষি ক্ষেত্রে জল দেওয়া সুবিধা পাচ্ছেন তারা।
কোচবিহার: কৃষি কাজে কৃষকদের জল সেচের জন্য আর বাড়তি টাকা গুনতে হবে না। সোলার পাম্পের সাহায্যে কৃষি ক্ষেত্রে জল দেওয়া সুবিধা পাচ্ছেন তারা।কোচবিহার মাতাল হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২ টি সোলার পাম্প বসছে।
এতদিন কৃষকদের ডিজেল বা বিদ্যুৎ ব্যবহার করে পাম্প চালিয়ে সেচের ব্যবস্থা করতে হত। তাতে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হত। অনেক সময় ডিজেল পাওয়া যেত না। আবার কোনও ক্ষেত্রে বিদ্যুৎহীন হওয়ার কারণে ফসলে জল দিতে পারত না তারা। তাতে ফসলও নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকত। কিন্তু এই সোলার পাম্প চালু হয়ে আর অসুবিধা হচ্ছে না বলেই মনে করছেন কৃষকেরা।
advertisement
advertisement
কোচবিহারের মাতাল হাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় জানান, “রাজ্য সরকারের জল সম্পদ অনুসন্ধান প্রকল্পের মাধ্যমে ১২টি সোলার পাম্প বসানো হয়েছে, জল সেচের জন্য। একটি পাম্পের জন্য ব্যয় হচ্ছে ২৫ লক্ষ টাকা। আমি নিজের উদ্যোগে জল সম্পদ অনুসন্ধান প্রকল্পের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তারপর এই প্রকল্প সম্ভব হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জল সম্পদ অনুসন্ধান প্রকল্পের কথা মত ১২টি জায়গা বেছে নেওয়া হয়। তারপরই কাজ শুরু হয়ে যায়। খুব দ্রুত এই কাজ শেষ হচ্ছে। কিছু স্থানে সোলার পাম্প চালু হয়ে গিয়েছে, কৃষকদের খুবই সুবিধে হচ্ছে। আগে কৃষকদের বিঘে প্রতি ২০০০ টাকা খরচ হলে এখন ৩০০ টাকা খরচ হবে তাদের।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 8:19 PM IST