Chanderkuti Road Poor Condition: রাস্তা না মাঠের...! দেখে লজ্জা লাগবে আপনারও! না ঠিক হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated:

Chanderkuti Road Poor Condition: চাঁদেরকুঠি এলাকার একটি রাস্তা দিয়ে শতাধিক মানুষের চলাচল। আর সেই রাস্তার একেবারেই বেহাল দশা। এছাড়া পর্যাপ্ত পানীয় জলও নেই এলাকায়।

+
বেহাল

বেহাল রাস্তায় চলাচলে ভোগান্তি

দিনহাটা: দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চাঁদেরকুঠি এলাকা। দীর্ঘ সময় ধরে এই এলাকায় সঠিক রাস্তার দাবী তুলছিলেন স্থানীয়রা। জানা যায়, বিগত বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে চাঁদেরকুঠি এলাকার বেশকিছু রাস্তা। তবে সেগুলির মধ্যে একটি রাস্তা দিয়ে শতাধিক মানুষের চলাচল। আর সেই রাস্তার একেবারেই বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় মানুষেরা। পর্যাপ্ত পানীয় জলের সুবিধা থেকেও বঞ্চিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই গ্রামে ঢোকার রাস্তার একেবারেই পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায়। চলাচল করা যায়না সাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে।
এই বিষয়ে কোচবিহারের ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা ঈশ্বর বর্মন জানান, “স্থানীয়দের অভিযোগ ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মেলে একগুচ্ছ। তবে রাস্তার বেহাল দশার পরির্বতন হয়না বিন্দুমাত্র। যেকোন জরুরী পরিষেবায় যানবাহন অথবা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে। সেই কারণেই এবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি দ্রুত রাস্তার সংস্কার এবং পর্যাপ্ত পানীয় জলের যোগান। এই দুই সমস্যা সমাধান করা হলেই তাঁরা খুশি। তাই তাঁরা এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। যদিও এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর পাননি তাঁরা এই বিষয়ে।”
advertisement
advertisement
এলাকার আরেক বাসিন্দা নবাব বর্মন জানান, “এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সদস্যা। এছাড়াও এসেছিল সাহেবগঞ্জ থানার পুলিশ। বিক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। দ্রুত পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার করা হবে এমনটাই জানানো হয় সকলকে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিমল বর্মন  জানান, “রাস্তা ও জলের পরিস্থিতি পরির্বতন করার জন্য তাঁরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত রাস্তাটি পথশ্রী প্রকল্পের আওতায় সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এলাকার জলের সমস্যাও সমাধান করা হবে।”
advertisement
যদিও এলাকার মানুষেরা এই সমস্যা সমাধান করার বিষয়ে অনেকটাই সচেষ্ট হয়ে উঠেছেন। দ্রুত এই এলাকার এই সমস্যাগুলি সমাধান করা হবে এমনটাই জানাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং সদস্যারা। তবে যদি দ্রুত এই সমস্যা সমাধান না করা হয়। তবে অদূর ভবিষ্যতে স্থানীয় মানুষেরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Chanderkuti Road Poor Condition: রাস্তা না মাঠের...! দেখে লজ্জা লাগবে আপনারও! না ঠিক হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement