দিনের বেলায় রাতের অন্ধকার, 'ভূতুড়ে ঘরে'ই রান্না হচ্ছে শিশুদের মিড ডে মিল!
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
গ্রামবাসীদের দাবি, আইসিডিএস সেন্টারের যা দশা তাতে যে কোনও সময় ছাদ ভেঙে পড়তে পারে, ঘটতে পারে কোনও অঘটন
মালদহ, জিএম মোমিন: দিনের বেলায় অন্ধকার, দেখে মনে হবে যেন ভুতুড়ে ঘর! খসে পড়ছে ছাদের কংক্রিট, দেওয়াল থেকে ঝরে পড়ছে সিমেন্ট বালির পলেস্তারা। পাকা ঘর থাকলেও সংস্কার না হওয়ায় বেহাল জরাজীর্ণ দশা মালদহের বামনগোলা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া এলাকার আইসিডিএস সেন্টারের। তবে আইসিডিএস কেন্দ্রের এমন বেহাল অবস্থাকে তোয়াক্কা না করেই শিশুদের জন্য নিয়মিত মিড ডে মিল রান্না এবং পড়াশোনার ব্যবস্থা করে চলেছেন দিদিমণি।
গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনে জানিয়েও কোনও লাভ হয়নি। সংস্কারের জন্য একাধিকবার পরিদর্শনে এসেছেন ইঞ্জিনিয়ার থেকে প্রশাসনিক কর্তারা। তবে এখনও অবধি কোনও কাজ হয়নি। ছাদ থেকে দেওয়াল, সব কিছুর বেহাল দশা। কখনও ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, কখনও আবার জরাজীর্ণ আইসিডিএস ভবনের পলেস্তারা খসে পড়ছে, ভেঙে পড়ছে ছাদের চাঙর।
advertisement
আরও পড়ুনঃ ভিনরাজ্যে নির্যাতিত বাঙালি! প্রতিবাদে আজ পথে নামছেন মমতা, ঝাড়গ্রামে আর কী কী কর্মসূচি?
গ্রামবাসীদের দাবি, আইসিডিএস সেন্টারের যা দশা তাতে যে কোনও সময় ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, ঘটতে পারে বড়সড় কোনও অঘটন। তাই তাঁদের দাবি, কোনও দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের তরফে জরাজীর্ণ আইসিডিএস সেন্টার পুনঃনির্মাণ করা হোক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য ও জেলা জুড়ে স্বাস্থ্য ও শিশু কল্যাণে রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়ন হলেও মালদহের এই আইসিডিএস সেন্টারের দশা ভাবাচ্ছে সকলকে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মালদহ জেলা আইসিডিএস প্রকল্প আধিকারিক অজয় কুমার বড়ুয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 2:50 PM IST