College Book Fair: গাঁয়ের কলেজের দুর্দান্ত উদ্যোগ! অন্যান্যরাও এগিয়ে আসুক, বলছে পড়ুয়ারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
গ্রামীণ এলাকার কলেজ নিজস্ব উদ্যোগে যা করে দেখাল, রীতিমত অবাক করা
বানেশ্বর: বানেশ্বর এলাকায় একেবারে গ্রামীণ একটি কলেজ নাম বানেশ্বর সারথীবালা কলেজ। শহরের অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা কম। তবে এই কলেজ থাকার কারণে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে বানেশ্বর এবং পার্শ্ববর্তী এলাকায় বহু ছাত্র-ছাত্রীরা। এই কলেজের মাঠেই এবার আয়োজন করা হল বিশেষ বই মেলার। এই বইমেলা বিগত দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে। চলতি বছরে মেলার তিন বছরে পদার্পণ। এই বই মেলার আয়োজনের মূল উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কতৃপক্ষ। গ্রামীণ এলাকার কলেজের মধ্যে এই বইমেলা শুরু হওয়ায় অত্যন্ত খুশি পড়ুয়ারা।
এই বই মেলার উত্তরবঙ্গের ভাল মানের কিছু বই প্রকাশনা সংস্থা নিজেদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। ডিস্ট্রিক্ট লাইব্রেরী অফিসার শিবনাথ দে জানান, “এই ধরনের বই মেলা প্রত্যেকটি কলেজে আয়োজন করা উচিত। বইয়ের প্রতি ছাত্র-ছাত্রীদের ভালবাসা বাড়িয়ে তুলতে এই ধরনের মেলা অনেকটাই কার্যকর।” কলেজের প্রিন্সিপাল ডঃ নরেন্দ্র নাথ রায় জানান, “কোচবিহার জেলা বইমেলা আয়োজন করা হয় জেলা শহরের মাঝে। তাই দূর-দূরান্ত থেকে এসে বইমেলা উপভোগ করতে পারেন না বহু মানুষ। এই মেলায় বেশ কিছু ভাল মানের বই প্রকাশনা সংস্থা এসেছেন নিজেদের বইয়ের সম্ভার নিয়ে। ফলে বেশ কিছু ভাল বই কেনার সুযোগ পাবে এই এলাকার মানুষ ও ছাত্র-ছাত্রীরা।”
advertisement
advertisement
কলেজের একজন শিক্ষক মিঠুন ঘোষ জানান, “কলেজের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়িয়ে তুলতে এই ধরনের মেলা অনেকটাই কার্যকর। তাই পড়ুয়াদের এই কলেজের প্রতি আগ্রহ বাড়বে এই মেলার ফলে। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের বই কেনার সুযোগ পাবেন হাতের নাগালের মধ্যে।” কলেজের এক ছাত্রী রিমি নন্দী জানান, “কলেজের মধ্যে এই বই মেলা শুরু হওয়ার কারণে অত্যন্ত খুশি সকল ছাত্র-ছাত্রীরা। বেশকিছু প্রকাশনা সংস্থা আসার কারণে ভাল মানের বই কেনার সুযোগ থাকবে সকলের জন্য।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজস্ব উদ্যোগে কলজের মাঠের এই বই মেলা ইতিমধ্যেই নজর কেড়েছে কোচবিহার জেলার সকল শ্রেণীর মানুষের। গ্রামীণ কলেজের নেওয়া এই ধরনের অভিনব উদ্যোগ জেলার অন্যান্য কলেজ গ্রহণ করুক এমনটাই মতামত সকল ছাত্র-ছাত্রীদের।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 3:05 PM IST
