আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে জোর, পাহাড়ের মনজয়ে মুখ্যমন্ত্রীর কৌশল
Last Updated:
পুরভোটের আগে পাহাড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#দার্জিলিং: পুরভোটের আগে পাহাড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জোর দিলেন পাহাড়ের সার্বিক পরিকাঠামো গড়ে তোলার ওপরও। আজ দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই পাহাড়ে বহিরাগতদের ওপর নজরদারি নির্দেশ দেন তিনি।
মে মাসেই চার পুরসভায় ভোট। তার আগে পাহাড়ের রাজনৈতিক জমি আরও শক্ত করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের প্রশাসনিক বৈঠকে, সেই লক্ষ্যেই আইনশৃঙ্খলা ও উন্নয়নের ওপর বাড়তি জোর দিলেন মুখ্যমন্ত্রী। এদিন পিনটেল ভিলেজে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে,
পাহাড়ের আইনশৃঙ্খলায় জোর
- পাহাড়ের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
advertisement
advertisement
- পাহাড়ের বিচ্ছিন্ন এলাকাগুলি চিহ্নিত করার নির্দেশ দেন
- নির্দেশ দেন বহিরাগতদের ওপর নজরদারি বাড়ানোর
- বাইরে থেকে কারা আসছে এবং কোথায় থাকছে তা দেখার নির্দেশ দেন
- দার্জিলিঙে বেশকিছু সমাজবিরোধী ঢুকছে বলে অভিযোগ। পুলিশকে এই বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
advertisement
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন অস্ত্রেও পাহাড়ের মন পেতে মরিয়া মুখ্যমন্ত্রী। জল-বিদ্যুৎ-সড়ক পরিকাঠামো। এদিন প্রশাসনিক বৈঠকে পাহাড়ের সার্বিক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
বৃহস্পতিবারই মিরিককে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পুরভোটের আগে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক পরিষেবাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিয়েই, পাহাড়ে বাজিমাত করতে চান মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2017 7:23 PM IST