Mamata Banerjee: ‘এত বড় বিপর্যয় হয়ে গেল উত্তরবঙ্গে কেউ এসেছে? একটাকা দিয়েছে?’, কেন্দ্রকে সরাসরি তোপ মমতার

Last Updated:

Mamata Banerjee: সোমবার উত্তরবঙ্গে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে পৌঁছে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।

File Photo)
File Photo)
শিলিগুড়ি: সোমবার উত্তরবঙ্গে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে পৌঁছে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের বন্যায় বিপর্যস্তদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে কেন্দ্রকেও একহাত নিলেন মমতা। কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী৷
উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেও কোনও টাকা দেয়নি কেন্দ্র, সরাসরি অভিযোগ মমতার৷ পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড ফ্লাড, ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
মমতা বলেন, ‘‘কেন ডিভিসি ড্রেজিং হবে না? আমাদের যখন জল লাগে কেন জল দাও না। মাইথন, পাঁচেত ড্রেজিং হয় না৷ এদের নেতাদের বড় বড় কথা৷ এত বড় ডিজাস্টার (বিপর্যয়) হয়ে গেল উত্তরবঙ্গে কেউ এসেছে? একটাকা দিয়েছে?’’
advertisement
ডিভিসির জল ছাড়া নিয়েও মুখ্যমন্ত্রী বলেন,‘‘ তিস্তাকে ব্লক করেছে। এটি সামাজিক অপরাধ নয়? আমাদের বাংলা নদী মাতৃকা জায়গা৷ উত্তরবঙ্গে রায়ডাক,তিস্তা,তোর্সা ক্ষতিগ্রস্থ হয়।কেন্দ্রীয় সরকার উদাসীন।আমরা ইন্দো ভুটান রিভার কমিশন করতে বলেছি। দক্ষিণবঙ্গে ডিভিসি, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে প্লাবিত হয়৷ পুজোর আগে ৬ ঘন্টায় কলকাতার জল নামিয়ে দিয়েছিলাম। ম্যান মেড ফ্ল্যাড। আমি ২০০৯ সাল থেকে বলছি আমি তখন রেল মন্ত্রী ছিলাম। তখন থেকে আমার মাথায় ঢুকেছে এটা পরিকল্পিত বন্যা।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘এত বড় বিপর্যয় হয়ে গেল উত্তরবঙ্গে কেউ এসেছে? একটাকা দিয়েছে?’, কেন্দ্রকে সরাসরি তোপ মমতার
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement