CM Mamata Banerjee| Kalbaishakhi|| বজ্রপাতে ১৮ জনের মৃত্যু উদ্বেগের! কত টাকা ক্ষতিপূরণ? ঘোষণা করলেন মমতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
CM Mamata Banerjee: ঘূর্ণিঝড় থেকে বজ্রপাতে মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান, ইয়াসের তাণ্ডবলীলা চালিয়েছিল। এ বারে ঘূর্ণিঝড় মোকা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলার বাসিন্দাদের।
মালদহঃ ঘূর্ণিঝড় থেকে বজ্রপাতে মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান, ইয়াসের তাণ্ডবলীলা চালিয়েছিল। এ বারে ঘূর্ণিঝড় মোকা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে রাজ্যের উপকূলবর্তী জেলার বাসিন্দাদের। তার ওপরে সম্প্রতি রাজ্যের একাধিক জেলা থেকে বজ্রপাতে মৃত্যুর খবর আসছে। এ মতাবস্থায় আজ বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক সভা থেকে এ প্রসঙ্গে মুখ খোলেন মমতা।
মমতা বলেন, “কালবৈশাখী বড্ড বেশি হচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। গত সপ্তাহে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৮ জন মারা গিয়েছেন। আমরা এঁদের সবাইকে দু-লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ঘূর্ণিঝড় মোকা নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমান্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?
প্রসঙ্গত, ২০২০ সালে করোনার সময়ে ঘূর্ণিঝড় আমফানে তছনছ করে দিয়েছিল গোটা বাংলা। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসেও উপকূলবর্তী জেলাগুলির ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। এ বারে তাই ঘূর্ণিঝড় মোকা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী, বাংলা ও ওড়িশাতে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় মোকার। আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে বাংলা ও ওড়িশার দিকে ধেয়ে আসতে পারে। তবে কোন পথে কত শক্তি নিয়ে এগিয়ে যাবে মোকা, তা এখনও নিশ্চিত করতে পারেনি মৌসম ভবন।
advertisement
Somraj Bandyopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 7:29 PM IST