Tea Garden Labour Crisis: ৬ মাসের উপর বন্ধ চা বাগান, এখন চালু হল না ভাতা

Last Updated:

Tea Garden Labour Crisis: গতবছর দুর্গা পুজোর মুখে বন্ধ হয় কালচিনি চা বাগান। বেতন সমস্যার পাশাপাশি বোনাস নিয়ে মতের মিল না হওয়াতে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। বাগান কবে ফের চালু হবে তা জানে না কেউ

+
কালচিনি

কালচিনি বাগান

আলিপুরদুয়ার: আইন অনুযায়ী চা বাগান বন্ধ হওয়ার ছয় মাসের মধ্যেই চালু করে দিতে হয় ফাউলাই ভাতা। কিন্তু এই ভাতা থেকে বঞ্চিত বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকরা। পুরো কথাটি হল ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ওয়ার্কার অফ লকড আউট ইন্ডাস্ট্রিজ, যার সংক্ষেপে নাম ফাউলাই।
রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। বাগান বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যায় বেতন। তখন এই ফাউলাই ভাতাটুকুই সম্বল হয় চা শ্রমিকদের। এক্ষেত্রে রাজ্য সরকার নিয়ম করেছে, চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ৬ মাসের মধ্যে চালু হয়ে যাবে এই ভাতা। ফের বাগান না খোলা পর্যন্ত এটা চলতেই থাকবে।
advertisement
advertisement
গতবছর দুর্গা পুজোর মুখে বন্ধ হয় কালচিনি চা বাগান। বেতন সমস্যার পাশাপাশি বোনাস নিয়ে মতের মিল না হওয়াতে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। বাগান কবে ফের চালু হবে তা জানে না কেউ। এই পরিস্থিতিতে শেষ সম্বল ফাউলাই ভাতা কবে মিলবে এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই ভাতা না মেলায় প্রচন্ড কষ্টে দিনযাপন করছেন চা বাগানের শ্রমিকরা। এবারে লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা এই বন্ধ ভাতা দ্রুত চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোট মিটে প্রায় একমাস হতে চললেও এখনও একটা টাকাও পাননি এই বন্ধ চা বাগানের শ্রমিকরা।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Garden Labour Crisis: ৬ মাসের উপর বন্ধ চা বাগান, এখন চালু হল না ভাতা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement