Malda News: এমন মেলা দেখেছেন কখনও! মাটির পাত্র ছাড়া কিছুই মেলেনা এখানে

Last Updated:

Malda News:মালদার ঐতিহ্যবাহী এই মেলা লক্ষীপূজো উপলক্ষে হয়, মাটির পাত্র খেলনা বিক্রি হয় এই মেলায়, আর অন্য কিছু বিক্রি হয় না এই মেলায়।

+
মাটির

মাটির সামগ্রী বিক্রি হচ্ছে মেলায়

মালদহ: শুধুমাত্র মাটির তৈরি নানান সামগ্রী। নিত্যপ্রয়োজনীয় কলস, হাঁড়ি থেকে রান্নার পাত্র মাটি দিয়ে তৈরি। এই আধুনিক যুগেও মাটির পাত্রের মেলা বসেছে মালদহে। মহানন্দা নদীর তীরে ঐতিহ্যবাহী এই মেলার নাম হাড়িয়া মেলা। কারণ মালদহের একমাত্র এই মেলায় মাটির পাত্র এখনও বিক্রি হয়ে আসছে। সময়ের সঙ্গে আধুনিকতার দাপটে এই মেলার কদর কমেছে ঠিক তবে এখনও এই মেলা টিকিয়ে রেখেছে প্রাচীন ঐতিহ্য।
এক সময় জেলা ও জেলার বাইরে থেকে কুমোরেরা মাটির পাত্র থেকে ছোট ছোট মাটির খেলনা বিক্রি করত এই মেলায়। বর্তমানে মানুষ মাটির পাত্রে ব্যবহার তেমন আর করছেনা। তাই এই মেলায় মাটির তৈরি পাত্রের বিক্রি কমেছে। বিক্রেতারাও আর তেমন আসছেন না। বর্তমানে সামান্য কিছু মাটির পাত্র বিক্রির পাশাপাশি মাটির তৈরি ছোটদের খেলনা, লক্ষ্মীভাড়, পুতুল সহ অন্যান্য কিছু বিক্রি হচ্ছে। হাতে গোনা পাঁচ থেকে ছয়টি দোকান বসছে এই মেলায়। বিক্রেতা সঞ্জয় পাল বলেন,”ঐতিহ্যবাহী এই মেলা। ৩৫ বছর থেকে এই মেলায় আসছি। মাটির পাত্র খেলন বিক্রি হয় এখানে। এক সময় ভাল বিক্রি হত। তবে এখন মাটির পাত্রের ব্যবহার মানুষ আর করছে না। সামান্য কিছু বিক্রি হচ্ছে।”
advertisement
মালদহের ইংরেজবাজার ব্লকের রায়পুর গ্রামে এই মেলা বসেছে প্রাচীন কাল থেকেই। মহানন্দা নদীর তীরে লক্ষ্মীপুজো উপলক্ষে এই মেলা বসে। এক সময় এই লক্ষ্মীপুজো উপলক্ষে মহানন্দা নদীতে বাইচ খেলা হত। সেই উপলক্ষেই মেলা বসত। বর্তমানে রায়পুর গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে। মহানন্দা নদী এখান দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে। তাই নিরাপত্তার জন্য বাইচ প্রতিযোগিতা বন্ধ করা হয়েছে। তারপর থেকেই এই মেলা হাড়িয়া মেলা নামে খ্যাত। মালদহ জেলার এটি একমাত্র মেলা যেখানে শুধুমাত্র মাটির পাত্র সহ মাটির তৈরি নানান সামগ্রী বিক্রি হয়ে আসছে। বিক্রেতার সুজিত প্রামানিক বলেন,”হাড়িয়া মেলা নামে বিখ্যাত এই মেলা। মালদহের আর অন্য কোথাও এমন মেলা নেই যেখানে শুধুমাত্র মাটির পাত্র বিক্রি হয়।”
advertisement
advertisement
বর্তমানে মেলার কদর কমলেও এখনও আশেপাশের বহু সাধারণ মানুষ এই মেলায় আছেন শুধুমাত্র মাটির পাত্র কেনার জন্য। কারণ বর্তমানে বাজারেও মাটির পাত্র তেমন আর কিনতে পাওয়া যায় না। এই মেলাতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুমরেরা মাটির বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন বিক্রির জন্য।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: এমন মেলা দেখেছেন কখনও! মাটির পাত্র ছাড়া কিছুই মেলেনা এখানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement