#চোপড়া: চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়িতে চা বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে জখম উভয়পক্ষের আট জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়।আঘাত গুরুতর থাকায় আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর হয়।
দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আহত পূর্ন মন্ডল বলেন, আমার দাদু হরিপদ মন্ডলে নামে জমির রেকর্ড করা আছে। কিন্তু যতিন রায়ের লোকজন ওই জমি দখল করে নেয়। আজ, রবিবার, আমরা বাগানে খুঁটি পোঁতার জন্য গেলে আমাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় আমাদের পরিবারের তিনজন গুরুতর জখম হয়। অন্যদিকে যতিন রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করে আসছি। আজ ওরা জমি দখল করার জন্য দলবল নিয়ে খুঁটি পোঁতার চেষ্টা করছিলেন। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় আমাদের পাঁচজন গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোয়ায়ন করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chopra, North bengal news