South Dinajpur News: পশুপাখি থাকল না তো কি! সার্কাসে এবার নতুন চমক, মুখিয়ে বালুরঘাটবাসীরা

Last Updated:

নতুন চমক নিয়ে এবার বালুরঘাটে হাজির সার্কাস

+
সার্কাস

সার্কাস

দক্ষিণ দিনাজপুর: রিকশায় মাইক বেঁধে এক ব্যক্তির বিভিন্ন আওয়াজের মাধ্যমে সার্কাসের প্রচার করতে দেখা গেছিল বিগত প্রায় কয়েক দশক আগে। আর এই প্রচার মাইককে ঘিরেই ৮ থেকে ৮০ বয়সের বহু মানুষ ভিড় জমানোর স্মৃতি আজও জ্বলজ্বল করে। দীর্ঘদিন পর বালুরঘাটে সার্কাস আসতেই ছোটবেলার স্মৃতি ফিরে পেতে বহু মানুষ হাজির হয়েছেন বালুরঘাট হাইস্কুলের পুরাতন ময়দানে। প্রায় দু’দশক পর আসতে চলেছে সার্কাস। যাকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে বালুরঘাট শহরে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সার্কাস।
তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচির অনেকটাই বিবর্তন হওয়ার ফলে রিক্সায় মাইক বাঁধা আর নেই। দেওয়া হয় না কোন কাগজের লিফলেট। এখন প্রচারের মাধ্যম হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। যার উপর ভর করেই বালুরঘাটের টারজান সার্কাস তাদের প্রচার অভিযান শুরু করেছে। তবে এই প্রথমবার বালুরঘাট শহরে বিভিন্ন পশুর পাশাপাশি পাখি ছাড়াই সার্কাস এসেছে।
advertisement
advertisement
এবিষয়ে সার্কাসের ম্যানেজার মোল্লা সাদ্দেক রহমান বলেন, “বালুরঘাটের মানুষ সার্কাস প্রেমী। আমরা শেষবার ১৯৯৯ সালে এসেছিলাম সার্কাস নিয়ে। মাঝে বন্যপ্রাণী ব্যান হয়ে যাওয়ায় কিছুটা জনপ্রিয়তা কমেছে। আর্টিস্ট জোগাড় করতেও রীতিমত হিমশিম খেতে হয়। অবশেষে আমরা আফ্রিকান আর্টিস্টদের সঙ্গে পেয়েছি। এই প্রথম আমরা আফ্রিকানদের নিয়ে বালুরঘাটে এসেছি। মানুষদের দ্বারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলা রয়েছে। আশা করছি বালুরঘাটের এই সার্কাস আনন্দ দিতে পারবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সার্কাসে উদ্যোক্তারা জানিয়েছে, বন্য আইন অনুযায়ী সমস্ত সার্কাসগুলিতে পশুপাখি নিষেধাজ্ঞা থাকায় এখন পশুপাখি ছাড়াই সার্কাস চলছে। ফলে জনপ্রিয়তা কিছুটা কমেছে। তাই মানুষের দ্বারাই নানারকমের খেলাধূলা ও আনন্দ প্রদানের মাধ্যমে সার্কাস টিকিয়ে রাখার লড়াই করতে হচ্ছে উদ্যোগক্তাদের।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: পশুপাখি থাকল না তো কি! সার্কাসে এবার নতুন চমক, মুখিয়ে বালুরঘাটবাসীরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement