Cinema lover's Day:এত কম দামে টিকিট! মাত্র ৯৯ টাকায় পিভিআর আইনক্সে সিনেমা দেখার সুযোগ, মিস করবেন না

Last Updated:

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে দেশের বিভিন্ন সিনেমা হলগুলি যৌথ উদ্যোগে এই বিশেষ অফার দিয়ে থাকে। এদিন মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের শো প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ থাকে দর্শকদের কাছে।

৯৯ টাকায় সিনেমা 
৯৯ টাকায় সিনেমা 
শিলিগুড়ি: সিনেমা প্রেমীদের জন্য সুখবর। দেশজুড়ে নির্দিষ্ট সিনেমাহলগুলিতে টিকিটের দাম করা হবে, মাত্র ৯৯ টাকা। আগামী ২৯ শে নভেম্বর ‘সিনেমা লাভার্স ডে’ হিসেবে পালন করছে গোটা দেশ। শুধুমাত্র ওই একদিনই দেশের চার হাজারেরও বেশি অংশগ্রহণকারী সিনেমাহলে টিকিটের মূল্য ৯৯ টাকা ধার্য হবে। ফলে সিনেমাপ্রেমীদের কাছে দিনটা কার্যতই উৎসবের বলা যায়। অফারটি শহরের মাল্টিপ্লেক্স গুলি-সহ আরও অনেক কিছু প্রধান থিয়েটারগুলির জন্য প্রযোজ্য।
তাই সিনেমা প্রেমীদের জন্য যেকোনো সিনেমা আগামী ২৯ তারিখ মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন দর্শকরা। এর আগে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিনেমা প্রেমীদের দিবসে সকলে রাজ্যগুলিতে বেশ কয়েকটি নতুন রিলিজ হওয়া সিনেমা দর্শকদের জন্য অপেক্ষা করছে। সিংহম এগেন, ভুল ভুলাইয়া ৩ , মোয়ানা ২ , যমালয়ে জীবন্ত ভানু , সবরমতি রিপোর্ট দর্শকরা মাত্র ৯৯ টাকা মূল্যে দেখার সুযোগ পাবেন।
advertisement
advertisement
মাটিগারার একটি মাল্টিপ্লেক্সে র ম্যানেজার সায়ক পালের কথায়, ‘‘সিনেমা যারা ভালবাসে মূলত তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। তবে 3D আর রিকলাইনার বাদ দিয়ে ওই টাকায় সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা।’’
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cinema lover's Day:এত কম দামে টিকিট! মাত্র ৯৯ টাকায় পিভিআর আইনক্সে সিনেমা দেখার সুযোগ, মিস করবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement