Chilly Cultivation: লঙ্কার নামেই বাজার গরম, ‘তেজা’ লঙ্কার ঝালে বাজার মাত

Last Updated:

Chilly Cultivation: ঝালও বেশি লাভও বেশি! মাটি, বেসন ও গুড় দিয়েই হয় এই তেজা লঙ্কা চাষ

+
লঙ্কা

লঙ্কা  

উত্তর দিনাজপুর: ঝাল ও বেশি লাভ ও বেশি। বনের মাটি, বেসন ও গুড় দিয়েই করা হয় এই তেজা লঙ্কা চাষ। শীতকালে এই তেজা লঙ্কা চাষ করেই ভালো লাভের মুখ দেখছেন উত্তর দিনাজপুরের যোগীপুকুর গ্রামের কৃষক নস্কর দেবশর্মা।
এই লঙ্কা অন্যান্য লঙ্কার থেকে একটু ঝাল বেশি তাই এর দামও বেশি। আর এই লঙ্কা চাষ করেই ভালো আয়ের পথ দেখছেন কৃষক নস্কর দেবশর্মা। নস্কর দেবশর্মা জানান গত তিন বছর ধরে তিনি এই লঙ্কা চাষ শুরু করেছেন তার এক কাঠা জমিতে। গত দু’বছর ভালো আয়ের পথ দেখেছেন এই তেজা লঙ্কা চাষ করে।
advertisement
advertisement
জানা যায় শীতকালে মূলত এই তেজা লঙ্কা চাষ করা হয়। এই জাতের লঙ্কা লাগানোর সঠিক সময় হল আশ্বিন মাস। আর এই লঙ্কা গুলো পাওয়া যায় মূলত অঘ্রাণ ও পৌষ মাসে।
advertisement
কৃষক নস্কর দেবশর্মা আরও জানান জমিতে কোন রাসায়নিক সার নয় বনের মাটি, গোবর,বেসন ও গুড় দিয়ে এই তেজা লঙ্কা চাষ করা হয়।
এই সমস্ত জৈব সার দিয়ে তেজা লঙ্কা চাষ করলে লঙ্কার ফলন অনেক হয় ।
advertisement
নস্কর বাবুর এক কাঠা জমিতে লঙ্কা চাষ করে চার থেকে পাঁচ কুইন্টাল লঙ্কা উৎপাদন হয়। এ লঙ্কা গুলোর বাজার দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি।
এই লঙ্কার ভালো বাজার পাওয়ায় এলাকার বহু কৃষক শীতকালে এই তেজা লঙ্কা চাষে ঝুঁকছেন।
Piya Gupta
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Chilly Cultivation: লঙ্কার নামেই বাজার গরম, ‘তেজা’ লঙ্কার ঝালে বাজার মাত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement