Child Rare Disease: হাতে মাত্র ১২০ দিন, ৯ মাসের শিশুর বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ৯ কোটি টাকা! মাথায় হাত বাঙালি পরিবারের

Last Updated:

Child Rare Disease: হাতে সময় মাত্র একশো কুড়ি দিন। ছোট্ট আংশিকাকে নিয়ে অসহায় বাবা-মা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মারাত্মক এই রোগের নাম এস‌এম‌এ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি।

+
এস‌এম‌এ

এস‌এম‌এ নামক মারাত্মক রোগে আক্রান্ত মালদহের আংশিকা

মালদহ, জিএম মোমিন: মারাত্মক এক রোগে আক্রান্ত শিশু। আমেরিকা ছাড়া সম্ভব নয় চিকিৎসা। প্রয়োজন প্রায় ৯ কোটি টাকার। হাতে সময় মাত্র একশো কুড়ি দিন। ছোট্ট আংশিকাকে নিয়ে অসহায় বাবা-মা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মারাত্মক এই রোগের নাম এস‌এম‌এ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি।
জিনগত এই রোগের এই দেশে নেই চিকিৎসা পরিষেবা। যার ফলে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকা। মালদহের রতুয়ার সামসি এলাকার বাসিন্দা অনিমেষ মণ্ডল। পেশায় একজন অধ্যাপক। বর্তমানে তিনি মালদহের সামসি এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কর্মরত। তাঁর ৯ মাসের সন্তান আংশিকা মণ্ডল এস‌এম‌এ টাইপ ১ নামক একটি বিরল রোগে আক্রান্ত।
advertisement
আরও পড়ুন: বড় খবর, জয়েন্টের ফলপ্রকাশে বাধা কাটল সুপ্রিম কোর্টে, কাটল ওবিসি জট! হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ
মারাত্মক এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। তবে আর্থিক সামর্থ্য না থাকায় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন সন্তানের বাবা-মা। রোগে আক্রান্ত শিশুর বাবা অনিমেষ মণ্ডল জানান, “জন্মের এক মাস পর থেকেই তাঁরা সন্তানের এই রোগের ব্যাপারে জানতে পারেন। চিকিৎসার জন্য দেশের বিভিন্ন নামীদামি হাসপাতাল এবং ডাক্তারের খোঁজে ঘুরেছেন হন্যে হয়ে। তবে এই চিকিৎসা শুধু একমাত্র আমেরিকা অথবা বিদেশে সম্ভব। যার জন্য প্রয়োজন প্রায় ৯ কোটি টাকা।”
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
এই বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, “বিষয়টি নিয়ে আমরা অবগত। আমরা জেলা পরিষদের আলোচনা সভায় এই বিষয়টি তুলে ধরব। যদিও বিপুল পরিমাণ অঙ্কের অর্থের প্রয়োজন। তাই সরকারি ভাবে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি জনসাধারণকে বলব তাদের পাশে দাঁড়াতে।”
advertisement
ছোট্ট আংশিকাকে বাঁচাতে হাতে আর মাত্র কয়েকটা দিন। বর্তমানে তাঁর বয়স ৯ মাস। চিকিৎসকদের মতে, মারাত্মক এই রোগে আক্রান্ত শিশুদের মেয়াদ থাকে দুই বছর। দ্রুত চিকিৎসা না হলে বাঁচাতে পারা অসম্ভব। তবে আংশিকাকে সুস্থ করে তুলতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন আংশিকার বাবা-মা। এমন অবস্থা প্রশাসন ও জনসাধারণের আর্থিক সহায়তার দিকে তাকিয়ে আংশিকার পরিবার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Rare Disease: হাতে মাত্র ১২০ দিন, ৯ মাসের শিশুর বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ৯ কোটি টাকা! মাথায় হাত বাঙালি পরিবারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement