Siliguri News: চলন্ত ট্রেনে প্রসব বেদনা! কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, রেলের উদ্যোগকে কুর্নিশ যাত্রীদের

Last Updated:

Siliguri News : ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছতেই প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক প্রসূতি ৷ তা দেখেই এগিয়ে এলেন দুই মহিলা আরপিএফ ৷ ট্রেনের কামরাতেই পৃথিবীর আলো দেখল সদ্যোজাত ৷

সদ্যোজাতকে নিয়ে লেডি কনস্টেবলরা
সদ্যোজাতকে নিয়ে লেডি কনস্টেবলরা
শিলিগুড়ি : ট্রেনের মধ্যে আচমকাই প্রসব বেদনা। কাতরাতে শুরু করেছিলেন গর্ভবতী মহিলা। পরিস্থিতি বেগতিক দেখে থামানো হল ট্রেন। ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। আর তাতেই মানবিক মুহূর্তের সাক্ষী থাকলেন ট্রেনের যাত্রীরা। মা এবং সন্তান সুস্থ আছেন। রেল পুলিশ সূত্রে বিষয়টি সামনে এসেছে।
জানা গিয়েছে, ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন বিহারের মুজফফরপুরের বাসিন্দা পূজা দেবী। অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে তিনি অসমের কামাখ্যা জংশন থেকে কবিগুরু এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন। মুজফফরপুরে যাওয়ার পথে তিনি বুঝতে পারেন, শরীরে সমস্যা হচ্ছে। প্রসব বেদনা ওঠে তাঁর।
কবিগুরু এক্সপ্রেস শুক্রবার রাতে এনজেপিতে পৌঁছানোর মুহূর্তে তিনি প্রসবযন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তার চিৎকারের আওয়াজে ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফের লেডি হেড কনস্টেবল সুনীতা মিঞ্জ এবং কনস্টেবল সুজাতা বর্মন ছুটে যান সেখানে। সেখানে কবিগুরু এক্সপ্রেস এর ২ নম্বর কোচের ৫৭ নম্বর বার্থের সামনে গিয়ে তাঁরা দেখেন প্রসব যন্ত্রনায় ছটফট করছেন ওই মহিলা।
advertisement
advertisement
দেরি না করে মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয় কামরাটি। জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখান থেকে আসার ক্ষেত্রে দেরি করেননি ডাক্তার এবং নার্সরা। কোচের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কান্নার আওয়াজ। পূজার সহযাত্রীদের মুখে তখন অনাবিল হাসি। সদ্যোজাত কন্যাকে একপলক দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। যা সামাল দিতেও বেগ পেতে হয় আরপিএফকে।
advertisement
তারপর সদ্যোজাত এবং তার মা-কে নিয়ে যাওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখানে কিছুক্ষণ রেখে প্রাথমিক কাজ শেষ করার পর পাঠিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার রজত কুন্দাকর বলছেন, ‘সমস্ত কিছু করা হয়েছে চরম ব্যস্ততার মধ্যে। মা এবং সদ্যোজাতকে এনজেপি রেলওয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হয়েছে। তবে আমাদের তরফে তো একটা নাম দেওয়া হবেই। আর এক্ষেত্রে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা নাম খোঁজা হবে।’
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: চলন্ত ট্রেনে প্রসব বেদনা! কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, রেলের উদ্যোগকে কুর্নিশ যাত্রীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement