বিজেপির ধর্নাস্থলে উত্তেজনা! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পদ্ম সাংসদের

Last Updated:

BJP Dharna: মালদহের চাঁচোল থানায় বিজেপির ধর্নাস্থলে ব্যাপক উত্তেজনা। দীর্ঘ অবস্থান আন্দোলনে অসুস্থ মহিলা কর্মী

বিজেপির ধর্নাস্থলে উত্তেজনা। ফাইল ছবি
বিজেপির ধর্নাস্থলে উত্তেজনা। ফাইল ছবি
চাঁচল, মালদহ, সেবক দেবশর্মাঃ বিজেপির ধর্নাস্থলে ব্যাপক উত্তেজনা। দীর্ঘ অবস্থান আন্দোলনে অসুস্থ মহিলা কর্মী। ঘটনাটি ঘটেছে মালদহে। ইতিমধ্যেই থানায় এসে পৌঁছেছেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু। থানায় পুলিশ বিরোধী স্লোগান বিজেপি কর্মীদের।
মালদহের চাঁচল থানায় বিজেপির ধর্নাস্থলে ব্যাপক উত্তেজনা। থানা চত্বরের ধর্নাস্থলে টাঙানো ত্রিপল জোর করে খুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সংঘর্ষের ঘটনায় জড়িত তৃণমূলের যুব নেতাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন পদ্ম নেতা।
আরও পড়ুনঃ সংসার চালাতে মণ্ডপসজ্জা শুরু, আজ নামি শিল্পী! ভিনরাজ্যেও দেখা যাবে এই বাঙালি যুবকের কাজ
এদিকে চাঁচল থানায় ধর্না কর্মসূচি নিয়ে দলেরই মহিলা পঞ্চায়েত সদস্য সাংসদকে নিশানা করায় পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ। ঘুরিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ।
advertisement
advertisement
অন্যদিকে চাঁচল থানায় আইসি হাজির হলেও এখনও সাংসদের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানা যাচ্ছে। থানার ভিতর নির্দিষ্ট চেম্বারে রয়েছেন থানার আইসি। অন্যদিকে থানা চত্বরে বসে ধর্না সাংসদের।
সব মিলিয়ে, মালদহের চাঁচল থানায় বিজেপির ধর্নাস্থলে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। থানায় এসে পৌঁছেছেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজেপির ধর্নাস্থলে উত্তেজনা! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পদ্ম সাংসদের
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement