অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিতে গেলে মহিলাকে মার! চড়াও হলেন রাঁধুনি ও...! মালদহে উত্তেজনা
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Chaos in Anganwadi Centre: স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেনিয়ম হচ্ছে। ঠিকভাবে খাবার দেওয়া হয় না
মালদহ, সেবক দেবশর্মাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা। খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর চড়াও হন অঙ্গনওয়াড়ি কর্মী, রাঁধুনি ও তাঁর ভাই। গালিগালাজ, হুমকি দেওয়ার অভিযোগ। পরবর্তীতে পুলিশ এসে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনির ভাইকে আটক করে। অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনির বদলির দাবি তুলেছেন স্থানীয়রা।
মালদহের চাঁচলের দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেনিয়ম হচ্ছে। ঠিকভাবে খাবার দেওয়া হয় না। দায়িত্বপ্রাপ্ত কর্মী ও রাঁধুনি সকলের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। বুধবার আমিনা বিবি নামে এক মহিলা খাবার নিতে যান। সেইসময় তাঁকে খাবার দিতে অস্বীকার করেন রাঁধুনি। তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে বের করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ বহু মানুষের যাতায়াত, সেই রাস্তাতেই ভেঙে পড়ল বাড়ির একাংশ! চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এদিন আমিনাকে সঙ্গে নিয়ে স্থানীয়রা ওই সেন্টারে প্রতিবাদের জন্য যান। সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি তুলি খাতুনের ভাই চঞ্চল সকলকে হুমকি দেন এবং গালিগালাজ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ।
advertisement
advertisement
অভিযুক্ত রাঁধুনির ভাইকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, দ্রুত এই কর্মী ও রাঁধুনিকে বদলি করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে তাঁরা সঠিকভাবে খাবার দেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 4:51 PM IST