Central Minister: মালদহে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী, তার পরের ঘটনাতেই তুঙ্গে বিতর্ক! কী এমন ঘটল?

Last Updated:

Central Minister: মালদহে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, গো ব্যাক স্লোগান।

বিক্ষোভের মুখে মন্ত্রী
বিক্ষোভের মুখে মন্ত্রী
#মালদহ:- মালদহে কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাটিল। বুধবার উত্তর চন্ডীপুর পঞ্চায়েত অফিস চত্বরে মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান, কিছুই বাদ যায়নি। বিক্ষোভ থেকে মন্ত্রীকে সরিয়ে আনতে বেগ পেতে হয় নিরাপত্তা রক্ষীদেরও। বিক্ষোভকারীদের অভিযোগ, ভাঙনরোধে সর্বস্ব খুঁইয়েছেন তাঁরা। পাকা বাড়ি নেই, অথচ আবাস যোজনার তালিকাতেও নাম ওঠেনি। ভাঙনরোধে কেন্দ্রের ভূমিকা নিয়েও ক্ষোভ জানাতে থাকেন তাঁরা। মন্ত্রী তাঁদের সমস্যার কথা শুনেননি বলেও অভিযোগ ওঠে।
মন্ত্রী অবশ্য বলেন, ভাঙন রোধের কাজের বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব পাঠালে অবশ্যই তা ভেবে দেখা হবে। কেন্দ্রীয় সরকার সবসময় সাহায্যের জন্য প্রস্তুত। আবাস যোজনায় ঘর না পাওয়ার সঙ্গে কেন্দ্রের কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন গ্রাম উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী।সকালের দিকে উত্তর চন্ডীপুরে বিক্ষোভের পর মন্ত্রী পৌঁছন দক্ষিণ চন্ডীপুরে। এরপর দুপুর নাগাদ তিনি যান হীরানন্দপুরে।
advertisement
advertisement
হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্তাদের সঙ্গে মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বেশকিছু মানুষ। বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সাহায্যের ব্যাপারে আশ্বস্ত করেন। অনেকের কাছে আবাস যোজনার আবেদনপত্র গ্রহণ করেন মন্ত্রী। এদিন মানিকচকের বিভিন্ন এলাকা থেকে পাওয়া অভিযোগপত্রগুলি ব্লক প্রশাসনের নজরে দেন মন্ত্রী।
advertisement
এদিকে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি চাপানউতোর। মন্ত্রীকে বিক্ষোভের পেছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও পাল্টা তৃণমূলের মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, এদিনের বিক্ষোভ স্বতঃস্ফূর্ত। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ভাঙন সমস্যা জানিয়ে চিঠি দিয়েছেন। এরপরেও কেন্দ্রীয় বরাদ্দ মেলেনি। কেন্দ্রের কাছে গঙ্গা আরতির টাকা রয়েছে, অথচ গঙ্গাভাঙন রোধের টাকা নেই।  উল্লেখ্য, তিন দিনের মালদহ জেলা সফরের তৃতীয় দিনে মালদহের কালিয়াচক এবং বৈষ্ণবনগর এলাকায় যাবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Central Minister: মালদহে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী, তার পরের ঘটনাতেই তুঙ্গে বিতর্ক! কী এমন ঘটল?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement