ছাদ চুঁইয়ে জল পড়ে ভেসে গেল হাসপাতালের জরুরি বিভাগ

Last Updated:
#রায়গঞ্জ: ছাদের জল চুঁইয়ে জলে ভাসল রোগীদের শয্যা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল তথা  রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের ছ'তলায় মহিলা শল্য বিভাগে। দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুবছরও পূর্ণ হয়নি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা বিল্ডিংয়ের।  এরই মধ্যে বেশ কয়েকবার ভেঙে পড়েছে ছাদের চাঙড়, ফলস সিলিং।  মাঝে মধ্যেই খারাপ পাইপলাইনের কারণে জলে ভাসতে থাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। আজ হাসপাতালের ছতলায় মহিলা শল্য বিভাগে ছাদ চুঁইয়ে পড়ছে জল। জলে ভেসে যাচ্ছে রোগীদের শয্যা। তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরিয়ে আপাতত পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের।
advertisement
হাসপাতালের শল্য বিভাগে  চিকিৎসাধীন রোগীনী কাকলি চক্রবর্তী জানিয়েছেন, বেডে শুয়েছিলেন তিনি৷  আচমকাই ছাদের সিলিং থেকে ঝর ঝর করে জল পড়তে শুরু করে। অনেক রোগীই ছাদ থেকে পড়া জলে ভিজে যান। তবে সঙ্গে সঙ্গে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাদের অন্য শয্যায় সরিয়ে নিয়ে যান। রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ, মাত্র দুবছর আগে তৈরি হওয়া রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা বিল্ডিংয়ের বেহাল অবস্থা। যখন তখন যেখানে সেখানে ভেঙে পড়ছে হাসপাতালের বিভিন্ন অংশ। আতঙ্কের মধ্যে রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ রোগীর আত্মীয় পরিজনেরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাদ চুঁইয়ে জল পড়ে ভেসে গেল হাসপাতালের জরুরি বিভাগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement