#গঙ্গারামপুর: অনাস্থার আগে কাউন্সিলরদের বাড়ির সামনে বসল সিসিটিভি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর বিরুদ্ধে পাঁচ অগাস্ট অনাস্থা আনতে চলেছেন তৃণমূল কাউন্সিলররা। তার আগে ১৩ জন কাউন্সিলরের বাড়ির সামনে বসানো হল সিসিটিভি।
চেয়ারম্যানের দাবি, কাউন্সিলরদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। তিন তৃণমূল কাউন্সিলর অবশ্য আপত্তি জানিয়ে তাঁদের বাড়ির সামনে ক্যামেরা বসাতে দেননি। প্রশান্ত মিত্র জানান, পুলিশের পরামর্শে সিসিটিভি বসানো হয়েছে। গঙ্গারামপুর থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে।
সিসিটিভি বসানো নিয়ে ইতিমধ্যেই চলছে জোর জল্পনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিপ্লব মিত্র। এরপরই তাঁর ভাই পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকেও তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। তবে কি কাউন্সিলরদের উপর নজরদারি চালাতেই সিসিটিভি বসিয়েছেন চেয়ারম্যান? উঠছে প্রশ্ন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Camera, Gangarampur